<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুরের মঠবাড়িয়ায় ইব্রাহিম হাসান সিয়াম নামের এক স্কুলছাত্রের লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার পশ্চিম মিঠাখালী কালিরহাট বাজার সংলগ্ন খাল থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন। নিহত সিয়াম উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের অটোচালক মানিক হাওলাদারের ছেলে। সে ৭৯ নম্বর পূর্ব ছোট মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার ক্রিকেট খেলা শেষে খালে সাঁতার কাটতে যায় আজিম ও সিয়াম। এ সময় জোয়ারে প্রবল স্রোতে তারা কালভার্টের নিচে চলে যায়। বন্ধু আজিম উঠে আসতে পারলেও সিয়াম তলিয়ে যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঠবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ বলেন, সিয়ামের লাশ তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালিরহাট এলাকায় খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।</span></span></span></span></span></p>