জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা পুলিশের সেই উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত সেই ঘটনার হোতাকে জেলার দীঘিনালা থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায় পুলিশের একটি বিশেষ ইউনিট। রবিবার রাত সাড়ে ৯টায় তাঁকে আটক করা হয়। দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মামলার ঘটনায় ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ ইউনিট গ্রেপ্তার করে নিয়ে গেছে।