কুমিল্লা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিল দাবিতে মানববন্ধন। ছবি : কালের কণ্ঠ

ক্রীড়াঙ্গনের বাইরের লোক দিয়ে গঠন করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন জেলার খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংগঠকরা। গতকাল বুধবার এ বিষয়ে মানববন্ধন এবং কুমিল্লা জেলা প্রশাসকের মাধমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ ছাড়া ঘোষিত কমিটি বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে তাঁরা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য দেন আদর্শ সদর ফুটবল দলের ম্যানেজার ও সংগঠক সাইফুল ইসলাম রায়হান, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন। উপস্থিত ছিলেন জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন, কারাতে অ্যাসোসিয়েশনের ন্যান্সি আবু, ন্যান্সি আলম, সাবেক ক্রিকেটার উল্লাসসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৪ জানুয়ারি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

যাঁদের সঙ্গে ক্রীড়াঙ্গনের কোনো যোগাযোগ নেই, এমন কয়েকজন এই কমিটিতে জায়গা পেয়েছেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়া হয়। ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত খেলোয়াড়, কোচ, সংগঠক ও কুমিল্লার কর্মরত সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসক সবার মতামতের ভিত্তিতে সাত সদস্যের প্রস্তাবিত অ্যাডহক কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করেন। কিন্তু সম্প্রতি  প্রস্তাবিত কমিটির তিন সদস্যকে (ব্যাডমিন্টন খেলোয়াড় ও সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু ও ক্রীড়া সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু) বাদ দিয়ে বিতর্কিত লোকদের অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষিত হয়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

চরের বাহন

শেয়ার
চরের বাহন
তিস্তার চরে কৃষিপণ্য পরিবহনে একমাত্র বাহন ঘোড়ারগাড়ি। কৃষকের কষ্টে ফলানো ফসল বাজারজাত করতে বালুচর পাড়ি দিতে ঘোড়ারগাড়ির কোনো বিকল্প নেই। গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের চর ইচলি এলাকায়। ছবি : আদর রহমান
মন্তব্য

বিক্ষোভ

শেয়ার
বিক্ষোভ
নারী-শিশু ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে গতকাল কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

বরগুনা ও বেতাগী প্রতিনিধি
বরগুনা ও বেতাগী প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

বরগুনার বেতাগীতে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

  নাম প্রকাশ করার শর্তে তৃণমূল বিএনপির একাধিক নেতাকর্মী জানান, বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান তাঁদের কর্মী-সমর্থকরা। সংঘর্ষে আহত উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন, অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির ও তাঁর ছেলে সোয়েব কবির সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা করে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি

শিব চতুর্দশীকে কেন্দ্র করে সনাতনি ও ইসকন পন্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ঠাকুরগাঁও সদর আউলিয়াপুর শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়। এর পর থেকে ওই এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্মানুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ