ক্রীড়াঙ্গনের বাইরের লোক দিয়ে গঠন করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন জেলার খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংগঠকরা। গতকাল বুধবার এ বিষয়ে মানববন্ধন এবং কুমিল্লা জেলা প্রশাসকের মাধমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ ছাড়া ঘোষিত কমিটি বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে তাঁরা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য দেন আদর্শ সদর ফুটবল দলের ম্যানেজার ও সংগঠক সাইফুল ইসলাম রায়হান, কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন। উপস্থিত ছিলেন জেলা ফুটবল কোচ তুহিন, শাহীন, কারাতে অ্যাসোসিয়েশনের ন্যান্সি আবু, ন্যান্সি আলম, সাবেক ক্রিকেটার উল্লাসসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১৪ জানুয়ারি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।
যাঁদের সঙ্গে ক্রীড়াঙ্গনের কোনো যোগাযোগ নেই, এমন কয়েকজন এই কমিটিতে জায়গা পেয়েছেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়া হয়। ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত খেলোয়াড়, কোচ, সংগঠক ও কুমিল্লার কর্মরত সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসক সবার মতামতের ভিত্তিতে সাত সদস্যের প্রস্তাবিত অ্যাডহক কমিটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রেরণ করেন। কিন্তু সম্প্রতি প্রস্তাবিত কমিটির তিন সদস্যকে (ব্যাডমিন্টন খেলোয়াড় ও সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু ও ক্রীড়া সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু) বাদ দিয়ে বিতর্কিত লোকদের অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষিত হয়।