মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে ভিন্ন রকম প্রতিবাদ জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। নগরীর পিকচার প্যালেস মোড় থেকে সংগঠনটির নেতাকর্মীরা মশারি নিয়ে মিছিল বের করেন। গতকাল শনিবার সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্যসচিব বাবুল হাওলাদারের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা রেজাউল করিম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না প্রমুখ।