ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬
রংপুর

মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী

  • জনপ্রতিনিধি না থাকার কারণে ঝিমিয়ে পড়েছে কার্যক্রম
  • ওষুধের জন্য টেন্ডার আহবান
রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী

হঠাৎ মশার উৎপাতে অতিষ্ঠ রংপুরের নাগরিক জীবন। নগরীর সেনপাড়া এলাকার বাসিন্দা মঞ্জু মিয়া জানান, পাঁচ দিন ধরে জ্বর ছেলে ও মেয়ের। ডেঙ্গু হলো কি না এই সন্দেহ তিনি ডাক্তার দেখাতে দুই সন্তানকে নিয়ে গেছেন রংপুর মেডিক্যালে।

গোমস্তাপাড়ার বাসিন্দা মনির হোসেন বলেন, পাশে শ্যামাসুন্দরীর ক্যানেল।

এই ক্যানেল মশা উৎপাদনের কারখানা। এখন শীতকাল শেষের পথে। চারপাশে মশার উৎপাত বাড়ছে, কিন্তু মশা নিধনে কোনো কার্যক্রম চোখে পড়ে না। আগে কাউন্সিলর ছিলেন, সেখানে অভিযোগ দিতে পেরেছি, এখন সেই সুযোগও নেই।

শুধু মনির আর মঞ্জুর মিয়ার এলাকা নয়, প্রায় সব পাড়া-মহল্লায় একই অবস্থা। ইফতারি ও সেহরির সময় মানুষ মশার জ্বালায় নিদারুণ ভোগান্তিতে পড়ছে। কয়েল, স্প্রে ও ইলেকট্রিক ব্যাট ছাড়াও মশারি টানিয়েও মশার অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না তারা।

নগরবাসী বলছে, জনপ্রতিনিধি না থাকার কারণে সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।

আর সিটি করপোরেশন বলছে, এখন প্রজনন মৌসুম বলে মশার উৎপাত বেড়েছে।

নগর ভবন সূত্র জানিয়েছে, মশার লার্ভা ধ্বংসের যে ওষুধ তা পর্যাপ্ত নেই। মশা নিধনের ওষুধ কিনতে সম্প্রতি টেন্ডার হওয়ার কথা থাকলেও তা এখনো হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দিনের বেলায় খোলা জায়গায় বসে থাকলেও মশার ভনভন শব্দে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মশার এ উপদ্রব বেড়ে যায় কয়েক গুণ।

নগরীর আরসিসিআই এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, এই শহরে ২৫ বছর ধরে বাস করছি। এত মশা এই শহরে আর দেখিনি। পাঁচ মিনিটের জন্যও ঘরের জানালা খোলা পেলে, সব মশা এসে ঢুকে পড়ছে।

তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, ড্রেন পরিষ্কার করে স্প্রে মেশিনের মাধ্যমে লার্ভিসাইড ওষুধ ছিটানো হচ্ছে মশার ডিম ধ্বংসের জন্য।

রংপুর সিটি করপোরেশনের (রসিক) মশোক নিধন কার্যক্রমের প্রধান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম বলেন, আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

লার্ভিসাইড ওষুধ ও ফগার মেশিনের ওষুধের মজুদ যা আছে তাই দিয়ে কাজ করা হচ্ছে। ওষুধ কিনতে দরপত্র আহবান করা হয়েছে। ওষুধ এলে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করা হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

‘প্রত্নকথা’ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
‘প্রত্নকথা’ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন

প্রত্ননগরী খ্যাত মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখা, জেলার পর্যটনকে সমৃদ্ধ করা ও আগামীর প্রজন্মের কাছে এগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঐতিহ্য সমৃদ্ধ সচিত্র ভ্রমণবই প্রত্নকথার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত প্রত্নকথার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ভ্রমণবইটি প্রকশানার বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে এ ধরনের একটি ভ্রমণবই প্রকাশ করতে পেরেছি এবং আজকে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটির মোড়ক উন্মোচন করতে পেরেছি।

 

মন্তব্য

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের দাবি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
শেয়ার
নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের দাবি

নকল নয়, মেধা হোক মূল শক্তি প্রতিপাদ্য স্লোগান নিয়ে এসএসসি পরীক্ষা সামনে রেখে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। গতকাল সোমবার সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ, সরকারি টিবি স্কুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি পেশ করে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কোচিং ও প্রাইভেট নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে নকলের মহোৎসব চলে।

এতে মেধাবী শিক্ষার্থীরাও মেধাশূন্য হয়ে পড়ছে। নকলের জাঁতাকলে নকলের আশায় বাসাবাড়ি থেকে পড়ালেখা হারিয়ে যাচ্ছে।

 

মন্তব্য

কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি মিলেছে চাঁপাইয়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি মিলেছে চাঁপাইয়ে

আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে নতুন মৌসুম। বেড়ে উঠছে গুঁটি। গাছ পরিচর্যা চলছে জোরেশোরে। এদিকে ইরি-বোরো ধানও মাঠে বেড়ে উঠছে।

গত সেপ্টেম্বর মাসের পর দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় মানুষের সঙ্গে পরিবেশটাও হাঁপিয়ে উঠেছিল। তবে দীর্ঘদিন পরে হলেও গত রবিবার দিবাগত রাত ১২টার দিক থেকে সোমবার ভোর পর্যন্ত থেমে থেমে কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে জেলায়। জেলার দুই বৃহত্তম উপজেলা সদর ও শিবগঞ্জে গড়ে ৫ মি.মি. করে বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। জেলার অন্য তিন উপজেলা গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।
বজ্রসহ বৃষ্টি হলেও ঝড় বা শিলাবৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, হালকা বৃষ্টি হলেও এই সময়ে তা আম-ধানসহ সব ফসলের জন্য উপকার বয়ে আনবে।

মন্তব্য
সংক্ষিপ্ত

চাকরিচ্যুতিকে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চাকরিচ্যুতিকে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ

চাকরিচ্যুতিকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) এক্সেল শিওর শুজ নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে তাঁদের সড়ক থেকে তুলে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

এর প্রতিবাদে গত শনিবার থেকে কারখানার কিছু শ্রমিক কর্মসূচি পালন করে আসছেন। গতকাল সোমবার আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, সোমবার তারা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রেখেছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ