দাম কমের পর এবার হিমাগারে আলু সংরক্ষণ নিয়েও নানা বিড়ম্বনায় পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। তাঁদের অভিযোগ, আলু সংরক্ষণের কার্ড (অনুমতিপত্র) তাঁরা চাহিদামতো পাচ্ছেন না। বেশির ভাগ হিমাগারে আলু রাখছেন ব্যবসায়ীরা। আবার কার্ড পাওয়ার পরও হিমাগার গেটে আলু নিয়ে তাঁদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন।
হিমাগারে আলু সংরক্ষণে কৃষকদের হয়রানি
আলমগীর চৌধুরী, জয়পুরহাট

তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, হিমাগারে রাখা আলুতে লাভ বেশি হওয়ায় এবার কৃষকরা বীজের পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে আলু সংরক্ষণে ঝুঁকে পড়েছেন। ফলে আলু সংরক্ষণে হিমাগারে চাপ বেড়েছে, যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ১৯টি হিমাগারে আলু সংরক্ষণ ক্ষমতা এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন।
জয়পুরহাট সদরের কৃষক দেলোয়ার হোসেন বলেন, ‘হিমাগারে ১০০ বস্তা আলু রাখার জন্য তিন দিন ধরে অপেক্ষা করছি। কিন্তু ক্ষেতলালের বটতলীতে হিমাগারে আলু রাখা সম্ভব হয়নি। হিমাগারের গেটের সামনে ট্রাক, ট্রলি ও ভ্যানে করে শত শত বস্তা আলু নিয়ে আমার মতো কৃষক ও ব্যবসায়ীরা অপেক্ষা করছেন। কিন্তু গেট খোলা হচ্ছে না।
ক্ষেতলালের বটতলী হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস বলেন, ‘কৃষকদের অভিযোগ সঠিক নয়। দুই বছর ধরে হিমাগারে রাখা আলুতে লাভ বেশি হওয়ায় কৃষকরা শুধু বীজ নয়; এবার বিক্রির জন্যও আলু সংরক্ষণ করছেন। ফলে হিমাগারে চাপ বেড়েছে, যা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
জেলা কৃষি বিপণন বিভাগের বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা রতন কুমার রায় বলেন, ‘প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া পৌনে সাত টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া হিমাগারগুলোতে কৃষকদের আলু সংরক্ষণে কোনো ধরনের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবেই বিষয়গুলো মনিটর করা হচ্ছে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পর্কিত খবর

আখাউড়ায় ছিনতাইয়ের টাকা উদ্ধার পাঁচ ঘণ্টায়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীর কাছ থেকে ছিনতাই হওয়া চার লাখ টাকা পাঁচ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ওই টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ফারুক ভূঁইয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুর হাসিমের স্ত্রী শরীফা বেগম জমি বিক্রির চার লাখ টাকা নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়িতে যাচ্ছিলেন।

থানায় বিএনপি নেতার হামলা, আহত ৬
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আটককৃত কর্মীদের ছাড়িয়ে নিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পার্থের নেতৃত্বে থানায় হামলা করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ছয়জন। মঙ্গলবার ইফতারের পূর্ব মুহূর্তে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ওসি মাহবুবুর রহমান সরকার জানান, পুলিশি হেফাজতে থাকা তিনজনকে ছিনিয়ে নেওয়ার জন্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পার্থের নেতৃত্বে থানায় হামলা করে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে আহত করা হয়েছে।

সমন্বয়ক পরিচয়ে ৩০০ ভিজিএফ কার্ড দাবি
আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম

চিলমারীতে সমন্বয়ক পরিচয় দিয়ে থানাহাট ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে ৩০০ ভিজিএফ কার্ড দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ওই সমন্বয়ককে বহিষ্কার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার সদস্যসচিব ফয়সাল আহমেদ সাগর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ওই সমন্বয়কের নাম রিয়াদ মিয়া (২০)।

ভোলায় অস্ত্রসহ পাঁচ জলদস্যু আটক
ভোলা প্রতিনিধি

ভোলার তেঁতুলিয়া নদীতে জেলে নৌকায় ডাকাতি করার সময় জলদস্যু শাহিন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় এদের কাছ থেকে চারটি দেশি অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং তাদের ব্যবহৃত তিনটি ট্রলার উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ। এর আগে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়।