চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন গতকাল মঙ্গলবার জেলা বিজিবির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি স্বর্ণের বারসহ দুজকে আটক করেছে। জব্দ করা স্বর্ণের মূল্য দুই কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। আটক ব্যক্তিরা হলেন দামুড়হুদার পিরপুরকুল্লা গ্রামের রফিকুল ইসলাম ও কুমিল্লা জেলার দেবীদ্বার থানার হোসেনপুর গ্রামের লিটন খান। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ঢাকা থেকে চুয়াডাঙ্গার দিকে আসা পূর্বাশা পরিবহনের একটি গাড়ি চুয়াডাঙ্গা বিজিবির প্রধান কার্যালয়ের সামনে থামানো হয়।