জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। সরকারের উচিত এবং আমরা সেই দাবি জানাচ্ছি, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই দাবি জানিয়েছি।
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সংস্কারের কথা বলছি। মানুষ আসলে পরিবর্তন চায়। আমরা দেখছি বিভিন্ন পুরনো বন্দোবস্তকেই সমর্থন দিয়ে যাচ্ছে।
নাহিদ ইসলাম আরো বলেন, ‘নারায়ণগঞ্জ সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলাই আন্দোলনেও নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি আরো বলেন, ‘এনসিপি তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে। আমরা বলেছি, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের কাঠামোর সংস্কার ও নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পর্কিত খবর

সেনা সদস্যকে মারধর, ছাত্রদল সভাপতির পদ স্থগিত
অনলাইন ডেস্ক

বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সব পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জানা যায়, গত সোমবার (২৪ মার্চ) ছুটিতে বাড়িতে এসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক সেনা সদস্য তার চাচার সঙ্গে বরিশাল সদরে বালু মহালের দরপত্র জমা দিতে গিয়ে অপহরণ ও মারধরের শিকার হয়েছেন। ঘটনার পরদিন মঙ্গলবার (২৫ মার্চ) ওই সেনা সদস্যের চাচা বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
পরে এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনির হোসেন (৪২), বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুর হোসেন সুজন (৩৫) এবং হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার (৩৫)।
মামলার অন্য আসামিরা হলেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু (৩৬), বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী (৫২), রুবেল (৫১), বেলায়েত (৩২), মো. জাহিদ (৪৫), মহানগর মহিলা দলের নেত্রী ফরিদা বেগম (৪৫), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কামরুল ইসলাম (৫০), মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু (৪৮) এবং জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নিজাম।
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরেও কমিটি-বাণিজ্যসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুর সাংগঠনিক সব পদ সাময়িক স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রদল।

২৪ যাদের জন্য ‘দ্বিতীয় স্বাধীনতা’, জানালেন নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক

যারা ১৫ বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়।’
আজ বৃহস্পতিবার ২০২১ সালের আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীতে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তব্যকালে এসব বলেন নাহিদ ইসলাম।
এ সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির বাংলাদেশে আগমন জনগণ প্রত্যাখ্যান করেছিল বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
দলের কার্যক্রম নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। স্বৈরশাসকরা নির্যাতন চালালে এক সময় বিচার হয়, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।’
ভারত-বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র।

আওয়ামী লীগ-জাতীয় পার্টির যোগসাজশেই মানুষ গণতন্ত্রের আবহাওয়া থেকে বঞ্চিত : আখতার
রংপুর অফিস

আওয়ামী লীগ-জাতীয় পার্টির যোগসাজশেই মানুষ গণতন্ত্রের আবহাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রহসনের তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশেই বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আবহাওয়া থেকে পরিপূর্ণ ভাবে বঞ্চিত হয়েছে।’
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুরের সাত মাথায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট ছিল, তার সব থেকে বড় শক্তি ছিল এই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ২০২৪ সালে যে গণহত্যার সঞ্চলিত হয়েছে এই গণহত্যার প্রকাশ্য ইন্ধন দাতা সংগঠন আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, জুলাই আন্দোলনের যে হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যাকাণ্ডের ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি জড়িত।’
তিনি আরো বলেন, ‘প্রধান উপদেষ্টা সম্প্রতি ডিসেম্বর ও জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন।
এসময় এনসিপির স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সেনা সদস্যকে অপহরণ করে মারধর, বিএনপির তদন্ত কমিটি গঠন
অনলাইন ডেস্ক

বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব সহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী আলালকে আহ্বায়ক করে বিএনপির পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।