চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) হাসিব আজিজ বলেছেন, ‘সাধারণ মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে রমজান ও ঈদ উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে আমরা রমজানের আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে, প্রস্তুতি অনুযায়ী এগুলো ফলদায়ক হচ্ছে। ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের সঙ্গে কথা বলেছি, তাঁরা সবাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট। তবে এখানে আমাদের একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে ছিনতাইকারীর দৌরাত্ম্য।