সংক্ষিপ্ত

‘ছিনতাইকারীর দৌরাত্ম্য কমাতে কাজ করছে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
‘ছিনতাইকারীর দৌরাত্ম্য কমাতে কাজ করছে পুলিশ’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) হাসিব আজিজ বলেছেন, সাধারণ মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে রমজান ও ঈদ উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে আমরা রমজানের আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে, প্রস্তুতি অনুযায়ী এগুলো ফলদায়ক হচ্ছে। ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের সঙ্গে কথা বলেছি, তাঁরা সবাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট। তবে এখানে আমাদের একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে ছিনতাইকারীর দৌরাত্ম্য।

সেটা কমানোর জন্য এবং একটা পর্যায়ে নির্মূল করার জন্য পুলিশ অফিসাররা অক্লান্ত পরিশ্রম করছেন। প্রতিটি থানার ওসিরা সাহরির পরও রাস্তায় থাকেন। গতকাল রবিবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোতোয়ালি থানার তামাকুমণ্ডী লেইন বণিক সমিতির আওতাধীন মার্কেটসহ বিভিন্ন মার্কেট পরিদর্শন এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

কুচকাওয়াজ

শেয়ার
কুচকাওয়াজ
স্বাধীনতা দিবসে রংপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ পরিদর্শন করার আগে সালাম গ্রহণ করছেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। অভিযোগের চার ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, হাটদৌল রনি, রাজিব এবং মোস্তফা।

ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রেমের সূত্রে গত ৫ মার্চ রাতে কৌশলে এক তরুণীকে তাঁর বাড়ি থেকে পাশের এক নির্জন স্থানে নিয়ে মেহেদী ও তাঁর আরো তিন বন্ধু মিলে ধর্ষণ করেন। পরে ওই তরুণীর মা বাদী হয়ে গত ২৫ মার্চ বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সিংড়া থানা এলাকা থেকে মেহেদী, রনি ও মোস্তফাকে এবং রাজিবকে বাগাতিপাড়া হতে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

ভাঙ্গায় ঈদের কেনাকাটার জন্য চাহিদামতো টাকা না পাওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী শিরিনা বেগম (২৫) আত্মহত্যা করেছেন। ভাঙ্গা থানার পুলিশ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। তিনি ওই গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। শিরিনা বেগম এক ছেলে ও এক মেয়ের মা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শিরিনা বেগমকে তাঁর শাশুড়ি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রান্নাঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করে সবাইকে ডাকেন। বাড়ির লোকজন ওই গৃহবধূর ঝুলন্ত দেহ নামান। এ সময় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মন্তব্য
সংক্ষিপ্ত

মশা নিয়ন্ত্রণে পরীক্ষামূলক বিটিআই লার্ভিসাইড প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
মশা নিয়ন্ত্রণে পরীক্ষামূলক বিটিআই লার্ভিসাইড প্রয়োগ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নগরীর ১৭ নম্বর (বাকলিয়া) ওয়ার্ডের সৈয়দ শাহ রোডের সামনের খালে পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, মশা নিয়ন্ত্রণে আমরা বিভিন্ন ধরনের কীটনাশকের কার্যকারিতা বিশ্লেষণ করছি।

বিটিআই লার্ভিসাইড একটি পরীক্ষিত পদ্ধতি, যা যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে মশার লার্ভা ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। ঢাকায় এই প্রযুক্তি প্রয়োগের পর এবার আমরা চট্টগ্রামে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করছি। পরীক্ষামূলকভাবে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের কার্যকারিতা মূল্যায়নের পর এটি নগরজুড়ে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন মেয়র।

মন্তব্য

সর্বশেষ সংবাদ