ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৬
অন্য স্থানে দুই লাশ দুই খুন

নেত্রকোনায় ৩ লাশ উদ্ধার

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
নেত্রকোনায় ৩ লাশ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরীতে সংঘর্ষের দুদিন পর ধনু নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্য স্থানে দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে এবং দুজন খুনের শিকার হয়েছে।

নেত্রকোনা : নেত্রকোনার  খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের দুদিন পর ধনু নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও খালিয়াজুরীর লিপসার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।

এর আগে শনিবার (৮ মার্চ) খালিয়াজুরীর রসূলপুর ফেরিঘাটে মৎস্য শিকারি ও স্থানীয়দের সংঘর্ষে  নিখোঁজ হন তাঁরা। নিহতরা হলেন রোকন মিয়া (৪৮), শহিদ মিয়া (৫০) ও হৃদয় মিয়া (২৮)।

নাটোর : নাটোর শহরতলির ভেদরারবিল নবীনগর এলাকা থেকে মামুন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের নবীনগর ভেদরারবিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক আব্দুল কুদ্দুসের ছেলে।

দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামের মাঝিপাড়ার মনিকা রানী (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মনিকা রানী মনি চন্দ্র নমদাসের দ্বিতীয় সন্তান।  

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর উপর্যুপরি বাঁশের আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) খুন হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বাগবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে অপূর্ব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. সম্রাট (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।

নিহত অপূর্ব শহরের মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে।

আটক মো. সম্রাট শহরের গলাচিপা এলাকার মো. হোসেনের ছেলে।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘প্রত্নকথা’ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
‘প্রত্নকথা’ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন

প্রত্ননগরী খ্যাত মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখা, জেলার পর্যটনকে সমৃদ্ধ করা ও আগামীর প্রজন্মের কাছে এগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঐতিহ্য সমৃদ্ধ সচিত্র ভ্রমণবই প্রত্নকথার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত প্রত্নকথার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ভ্রমণবইটি প্রকশানার বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে এ ধরনের একটি ভ্রমণবই প্রকাশ করতে পেরেছি এবং আজকে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটির মোড়ক উন্মোচন করতে পেরেছি।

 

মন্তব্য

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের দাবি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
শেয়ার
নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের দাবি

নকল নয়, মেধা হোক মূল শক্তি প্রতিপাদ্য স্লোগান নিয়ে এসএসসি পরীক্ষা সামনে রেখে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। গতকাল সোমবার সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ, সরকারি টিবি স্কুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি পেশ করে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কোচিং ও প্রাইভেট নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে নকলের মহোৎসব চলে।

এতে মেধাবী শিক্ষার্থীরাও মেধাশূন্য হয়ে পড়ছে। নকলের জাঁতাকলে নকলের আশায় বাসাবাড়ি থেকে পড়ালেখা হারিয়ে যাচ্ছে।

 

মন্তব্য

কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি মিলেছে চাঁপাইয়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি মিলেছে চাঁপাইয়ে

আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে নতুন মৌসুম। বেড়ে উঠছে গুঁটি। গাছ পরিচর্যা চলছে জোরেশোরে। এদিকে ইরি-বোরো ধানও মাঠে বেড়ে উঠছে।

গত সেপ্টেম্বর মাসের পর দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় মানুষের সঙ্গে পরিবেশটাও হাঁপিয়ে উঠেছিল। তবে দীর্ঘদিন পরে হলেও গত রবিবার দিবাগত রাত ১২টার দিক থেকে সোমবার ভোর পর্যন্ত থেমে থেমে কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে জেলায়। জেলার দুই বৃহত্তম উপজেলা সদর ও শিবগঞ্জে গড়ে ৫ মি.মি. করে বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। জেলার অন্য তিন উপজেলা গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।
বজ্রসহ বৃষ্টি হলেও ঝড় বা শিলাবৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, হালকা বৃষ্টি হলেও এই সময়ে তা আম-ধানসহ সব ফসলের জন্য উপকার বয়ে আনবে।

মন্তব্য
সংক্ষিপ্ত

চাকরিচ্যুতিকে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চাকরিচ্যুতিকে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ

চাকরিচ্যুতিকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) এক্সেল শিওর শুজ নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে তাঁদের সড়ক থেকে তুলে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

এর প্রতিবাদে গত শনিবার থেকে কারখানার কিছু শ্রমিক কর্মসূচি পালন করে আসছেন। গতকাল সোমবার আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। শিল্প পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, সোমবার তারা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রেখেছিল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ