নেত্রকোনার খালিয়াজুরীতে সংঘর্ষের দুদিন পর ধনু নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্য স্থানে দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে এবং দুজন খুনের শিকার হয়েছে।
নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের দুদিন পর ধনু নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও খালিয়াজুরীর লিপসার নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।
এর আগে শনিবার (৮ মার্চ) খালিয়াজুরীর রসূলপুর ফেরিঘাটে মৎস্য শিকারি ও স্থানীয়দের সংঘর্ষে নিখোঁজ হন তাঁরা। নিহতরা হলেন রোকন মিয়া (৪৮), শহিদ মিয়া (৫০) ও হৃদয় মিয়া (২৮)।
নাটোর : নাটোর শহরতলির ভেদরারবিল নবীনগর এলাকা থেকে মামুন নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের নবীনগর ভেদরারবিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক আব্দুল কুদ্দুসের ছেলে।
দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামের মাঝিপাড়ার মনিকা রানী (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মনিকা রানী মনি চন্দ্র নমদাসের দ্বিতীয় সন্তান।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর উপর্যুপরি বাঁশের আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩৫) খুন হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বাগবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে অপূর্ব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. সম্রাট (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।
নিহত অপূর্ব শহরের মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে।
আটক মো. সম্রাট শহরের গলাচিপা এলাকার মো. হোসেনের ছেলে।