বরগুনার মন্টু চন্দ্র দাশ হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। সোমবার সকালে শহরের কালীবাড়ি কড়ইতলায় মন্টু দাশের বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন এবং নিহতের স্ত্রীর হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন।
পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নূরুল ইসলাম মনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় মন্টু দাশের পরিবারের পাশে আছি। তারা যাতে ন্যায্য বিচার পায়, সে জন্য আমাদের আইনজীবী দল বিনামূল্যে মামলার চূড়ান্ত পর্যায় পর্যন্ত লড়াই করবে।