ভারত সীমান্তঘেঁষা একটি গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা। ওই গ্রামের একটি জায়গার নাম দরবার বাজার। নামে বাজার হলে সেখানে দোকান মাত্র দু-তিনটি। এর মধ্যে খোলা থাকা একটি দোকানের সামনে একটি ব্যানারে লেখা, ‘হানিফ ভাইয়ের দোকানে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ অফার।
এক টাকা লাভে রমজানের যাবতীয় পণ্যসামগ্রী বিক্রয় করা হয়।’ গত সোমবার বিকেলে গিয়ে দোকান মালিক মো. হানিফকে ঘোষণা অনুযায়ী পণ্য বিক্রি করতে দেখা যায়। অজপাড়াগাঁয়ের দোকানে এমন অফারে পণ্য বিক্রি বেশ সাড়া ফেলেছে। বাছির নামের এক ক্রেতা বলেন, ‘রমজান মাস উপলক্ষে হানিফ এক টাকা লাভে পণ্য বিক্রি করছেন। আমাদের এলাকায় এটি বেশ সাড়া ফেলেছে। শহরের বাজার থেকে পণ্য না নিয়ে এলাকার মানুষ এখান থেকেই ইফতারকেন্দ্রিক বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছে। আমরা ওনার উদ্যোগকে স্বাগত জানাই।’ কথা হয় মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মৃধার সঙ্গে। তিনি বলেন, ‘গ্রামের দোকানে এটি খুবই ভালো একটি উদ্যোগ।’ দোকানি মো. হানিফ বলেন, ‘রমজান উপলক্ষে যেসব পণ্যের প্রয়োজন হয় যেমন তেল, ছোলাবুট, ডাল, পিঁয়াজ, রসুন ইত্যাদি আমি মাত্র ১ টাকা লাভে বিক্রি করছি। গত রমজান থেকে আমি এটা চালু করেছি।’