ঝিনাইদহ জেলার ওপর দিয়ে বয়ে গেছে ১২টি নদ-নদী। খননের অভাব আর দখলদারদের কারণে নদ-নদীগুলো বর্তমানে মরা খালে পরিণত হয়েছে। খরস্রোতা এসব নদ-নদীতে এখন আর আগের মতো পানি থাকে না। পাওয়া যায় না দেশি প্রজাতির মাছ।
ঝিনাইদহ জেলার ওপর দিয়ে বয়ে গেছে ১২টি নদ-নদী। খননের অভাব আর দখলদারদের কারণে নদ-নদীগুলো বর্তমানে মরা খালে পরিণত হয়েছে। খরস্রোতা এসব নদ-নদীতে এখন আর আগের মতো পানি থাকে না। পাওয়া যায় না দেশি প্রজাতির মাছ।
জানা যায়, জেলার ছয়টি উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতি, গড়াই, ইছামতী, ডাকুয়া, কপোতাক্ষ, কালীগঙ্গা, কোদলা, ফটকি ও বুড়ী নদী। যার মোট আয়তন এক হাজার ৬৪১.৭৫ হেক্টর। ঝিনাইদহ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদী। নদীর বিভিন্ন স্থানে জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
সদর উপজেলার গান্না এলাকার মৎস্যজীবী নারায়ণ হালদার বলেন, ‘একসময় চিত্রা নদীতে মাছ ধরে সংসার চালাতাম। এখন বর্ষাকালেও পানি থাকে না। তাই এখন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি।’
ঝিনাইদহ শহরতলির মুরারিদহ এলাকার আব্দুর রশিদ বলেন, ‘আমি যখন স্কুলে পড়তাম তখন দেখেছি নবগঙ্গা নদীতে অনেক বড় বড় নৌকা আসত। এখন সেই নদীতে সারা বছর মানুষ হেঁটে পার হয়। বর্ষা মৌসুমেও পানির দেখা পাওয়া যায় না।’
জেলা নদী রক্ষা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমাদের জেলার সব নদ-নদী এখন দখলদারদের দখলে। এই দখলদারদের উচ্ছেদ করার জন্য আমরা বারবার তাগাদা দিয়েও কোনো লাভ হয়নি। শহরের নদীগুলোতে নিয়মিত আবর্জনা ফেলা হচ্ছে। আবার গ্রামাঞ্চলে নদীর বুকে বিভিন্ন ফসলের চাষ করা হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন কোনো নজরই দিচ্ছেন না। তাই সরকারকে এসব নদ-নদীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিকাশ রঞ্জন দাস বলেন, ‘এ জেলায় যে নদ-নদীগুলো রয়েছে, তাঁর বেশির ভাগের উৎসমুখ ভরাট হয়ে গেছে। তাই উৎসবমুখগুলো খনন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নবগঙ্গা নদী খননরে জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি নদ-নদীগুলো খননের ব্যবস্থা করা হবে।’
ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে নদ-নদীগুলোর উৎসমুখ খনন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। খনন করা হলে এসব নদীর পানিপ্রবাহ আগের মতো হবে। এ ছাড়া যেসব স্থানে অবৈধ দখলদার রয়েছে সেখানে দ্রুতই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।’
সম্পর্কিত খবর
প্রতিবছরের মতো এবারও নওগাঁর ঠাকুর মান্দার জমিদার অমিত রায় (ইসলাম ধর্ম গ্রহণের পর নাম নেন মাহবুব ইসলাম) উত্তরসূরি অশোক রায়ের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত রবিবার ঠাকুর মান্দার জমিদারবাড়িতে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মাহবুব ইসলামের ছেলে অশোক রায় বাপ্পি, দেবাশীষ রায় প্রমুখ।
।
ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এক জীবিত নবজাতক (কন্যাশিশু) উদ্ধার হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা জামালপুর মহেশালী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। স্থানীয় লোকজন জানায়, ভুট্টাক্ষেতের পাশের মরিচক্ষেতে কাজ করছিলেন এক নারী শ্রমিক।
কুমিল্লা সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ কালের কণ্ঠকে এ তথ্য জানান। অন্যদিকে, সোমবার ভোরে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী হাই স্কুলসংলগ্ন এলাকা থেকে ভারতীয় ১৭ হাজার ৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
।
লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় আদালতে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসে থাকা আসামিদের জামিন নেওয়ার ঘটনায় জড়িত আইনজীবী সহকারীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন আইনজীবী সহকারী আবুল কাসেম, জামিনের তদবিরকারক আনোয়ার হোসেন, জামিনপ্রাপ্ত ভুয়া আসামি সাইফুল ও ফরহাদ।
২০২৪ সালের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।