পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারের চার দশকের পুরনো পোস্ট অফিস দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জমিটি সড়ক ও জনপথ বিভাগের হলেও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন সেটি দখল করে তিনটি দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ।
জানা যায়, প্রায় চার দশক ধরে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের ভজনপুর পোস্ট অফিসের কার্যক্রম চলে আসছে। কিন্তু মাসখানেক আগে বিএনপি নেতা মোসলেম উদ্দিন পোস্ট অফিসটি দখল করে পুরনো ভবনটি ভেঙে ফেলেন।
ওই স্থানে নতুন করে তিনটি দোকানঘর তোলা হচ্ছে। পোস্ট অফিসের জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে ইউনিয়ন পরিষদে।
চেয়ারম্যান মোসলেম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘরটি ইউনিয়ন পরিষদের ছিল। সেখানে পোস্ট অফিস কার্যক্রম চালাত।
এখন পোস্ট অফিসের স্থান ইউনিয়ন পরিষদে দেওয়া হয়েছে। ভবনটি এখন পুরনো হয়ে গেছে তাই নতুন করে কাজ করা হচ্ছে। কয়েকটি দোকানঘর নির্মিত হলে আমাদের পরিষদের আয়ের উৎস হবে।
পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।