মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করতে গিয়ে মারধরের শিকার হয়েছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেনকে আটক করতে গেলে এ ঘটনা ঘটে। প্রথমে বিষয় গোপন থাকলেও দুই দিন পরে চেয়ারম্যান পালিয়ে যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ডিবি পুলিশের ওসি অভিযানের কথা স্বীকার করলেও হামলার বিষয়টি অস্বীকার করেছেন।