বরিশালের উজিরপুরে পরকীয়া সম্পর্কের সন্দেহে গৃহবধূ ও যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ওই দিন বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে দুজনের বিরুদ্ধে মামলা করে।
মারধরের শিকার ওই যুবক (২৫) গৌরনদী উপজেলার বাসিন্দা এবং অন্যজন উজিরপুর উপজেলার এক প্রবাসীর স্ত্রী।
দুই মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুজনকে ঘিরে গোটা বিশেক পুরুষ। তাদের মধ্যে কেউ কেউ লাঠি দিয়ে যুবককে পেটাচ্ছে। কেউ আবার গৃহবধূকে পেটাচ্ছে।
ঠিক তখনই এক পুরুষ ওই নারীর নেকাব খুলে ফেলে। বোরখা খুলে ফেলার চেষ্টা করে। তখন ওই নারী বোরখা না খোলার জন্য আকুতি জানিয়েছিলেন। নির্যাতন থেকে রক্ষা পেতে চিৎকার করছেন দুজন। নির্যাতনের সময় সেখানে নারীর ১০ বছরের সন্তান আর্তনাদ করছিল।
ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ‘অনৈতিক কার্যকলাপের’ অভিযোগে তাঁদের নির্যাতন করেছে প্রতিবেশী ভাসাই ফরাজীসহ অন্যরা।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘এটি অমানবিক। ঘটনার পর তাঁদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছিল।’