ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

আজ নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকে যা নিয়ে আলোচনা হতে পারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজ নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকে যা নিয়ে আলোচনা হতে পারে
ছবিসূত্র : এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার রাতেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। আজ সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের আকস্মিক শুল্ক আরোপ এবং ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

বুধবার ‘মুক্তি দিবস’ ঘোষণায় ট্রাম্প একাধিক দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহুই প্রথম বিদেশি নেতা যিনি মার্কিন রাজধানীতে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন।

নেতানিয়াহুর প্রধান লক্ষ্য হবে ট্রাম্পকে শুল্ক আরোপের সিদ্ধান্তটি প্রত্যাহার করতে রাজি করানো। অথবা ইসরায়েলি আমদানির ওপর আরোপিত ১৭ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে কমিয়ে আনা।

বুদাপেস্ট ত্যাগ করার আগে নেতানিয়াহু বলেন, তার আলোচনায় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে ‘ইসরায়েলের ওপর আরোপিত শুল্ক ব্যবস্থা। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমিই প্রথম আন্তর্জাতিক নেতা, প্রথম বিদেশি নেতা যিনি ইসরায়েলের অর্থনীতির জন্য এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা করবেন।

’ 

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বিশেষ ব্যক্তিগত সম্পর্ক এবং অনন্য বন্ধনকে প্রতিফলিত করে, যা এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ইসরায়েলের জন্য শুল্ক থেকে অব্যাহতি নিশ্চিত করার চেষ্টা করবেন। তেল আবিবের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক গবেষণার প্রধান জোনাথন রিনহোল্ড বলেন, এই সফরের জরুরিতা (প্রস্তাবিত রূপ নেওয়ার আগেই) বন্ধ করে দেওয়ার অর্থই যথেষ্ট’।

তিনি বলেন, এ ধরনের ছাড় কেবল ট্রাম্পের নিকটতম মধ্যপ্রাচ্যের মিত্রকেই উপকৃত করবে না বরং ‘কংগ্রেসের রিপাবলিকানদেরও খুশি করবে।

যাদের ভোটাররা ইসরায়েলের প্রতি যত্নশীল। তবে এই মুহূর্তে ট্রাম্পের মুখোমুখি হতে ইচ্ছুক নন।’ 

ট্রাম্পের শুল্ক ঘোষণার এক দিন আগে থেকেই ইসরায়েল নতুন শুল্ক এড়াতে পদক্ষেপ নিয়েছিল এবং এখনো এই শুল্কের দ্বারা প্রভাবিত এক শতাংশ আমেরিকান পণ্যের ওপর থেকে সকল অবশিষ্ট শুল্ক তুলে নিয়েছিল। কিন্তু ট্রাম্প তার নতুন নীতি নিয়ে এগিয়ে যান এবং বলেন যে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে। কারণ ইসরায়ের মার্কিন সামরিক সহায়তার শীর্ষ সুবিধাভোগী।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইয়ানয় স্পিটজার বলেছেন, ইসরায়েলি নেতার মার্কিন সফর ‘নেতানিয়াহুর জন্য খেলাটি খেলার এবং ট্রাম্পকে দেখানোর একটি উপায় যে ইসরায়েল তার সঙ্গেই চলছে।’ তিনি বলেন, ‘ইসরায়েলের জন্য কিছু ছাড়ের ঘোষণা পেলে আমি অবাক হব না এবং এটি অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হবে।’ 

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকার যুদ্ধ, ফিলিস্তিনি ভূখণ্ডে এখনো বন্দি ইসরায়েলি জিম্মি এবং ইরানের ক্রমবর্ধমান হুমকি নিয়েও আলোচনা করবেন নেতানিয়াহু।

সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

চীনে তীব্র ঝোড়ো হাওয়ায় সতর্কতা জারি, শত শত ফ্লাইট বাতিল

এএফপি
এএফপি
শেয়ার
চীনে তীব্র ঝোড়ো হাওয়ায় সতর্কতা জারি, শত শত ফ্লাইট বাতিল
১২ এপ্রিল বেইজিংয়ে ঝোড়ো হাওয়ায় উল্টে পড়া সাইকেলের পাশ দিয়ে লোকজন সাইকেল চালিয়ে যাচ্ছে। ছবি : এএফপি

বেইজিং ও উত্তর চীনের বিভিন্ন অংশে শনিবার প্রবল ঝোড়ো হাওয়ার কারণে বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল ও রেল চলাচল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চীন আবহাওয়া প্রশাসন (সিএমএ) জানায়, এই সম্ভাব্য রেকর্ড ভাঙা বাতাস মূলত একটি ‘ঠাণ্ডা ঘূর্ণিঝড় ব্যবস্থা’ থেকে সৃষ্টি হয়েছে, যা মঙ্গোলিয়ার ওপর গঠিত হয়ে শুক্রবার থেকে সপ্তাহান্তজুড়ে উত্তর চীনজুড়ে ছড়িয়ে পড়ছে।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের ‘অত্যাবশ্যক না হলে’ বাইরে না যাওয়ার আহ্বান জানিয়ে সিএমএর বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘১২ এপ্রিল দিনের বেলা সবচেয়ে শক্তিশালী বাতাস বইতে পারে, কিছু পর্যবেক্ষণকেন্দ্রের বাতাসের গতিবেগ ১৯৫১ সালের পর একই সময়কালের জন্য রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

বেইজিং ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বিতীয় সর্বোচ্চ স্তরের কমলা সতর্কতা জারি করেছে এই ঝোড়ো বাতাসের কারণে। স্থানীয় সময় শনিবার দুপুর নাগাদ বেইজিংয়ের দুটি প্রধান বিমানবন্দরে ৬৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি। একাধিক উচ্চগতির রেললাইনসহ বিভিন্ন ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।

বেইজিংয়ের সামার প্যালেস, টেম্পল অব হেভেন, বেইজিং চিড়িয়াখানা, ইউনিভার্সাল স্টুডিওস থিম পার্কসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া রবিবার যেসব অর্ধ ম্যারাথন প্রতিযোগিতায় মানবসদৃশ রোবট প্রতিযোগী থাকার কথা ছিল, সেগুলোর সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।

সিসিটিভি আরো জানায়, বেইজিংয়ে প্রায় ৩০০টি গাছ উপড়ে পড়েছে এবং ১৯টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজধানীতে এখন পর্যন্ত ঝোড়ো বাতাসের কারণে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

চীন বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে এবং চরম আবহাওয়ার ঘটনাকে আরো ঘন ঘন ও তীব্র করে তোলে বলে বিজ্ঞানীরা সতর্ক করছেন।

গত বছর দেশটির বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা দেখা দেয়, যাতে বহু মানুষ নিহত ও হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। এপ্রিলের টানা বৃষ্টির পর মে মাসে দক্ষিণ চীনে একটি মহাসড়ক ধসে পড়ে, যাতে ৪৮ জন নিহত হয়।

মন্তব্য

২৮ লাখ জার্মান কখনো ইন্টারনেটই ব্যবহার করেনি

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
২৮ লাখ জার্মান কখনো ইন্টারনেটই ব্যবহার করেনি
প্রতীকী ছবি : এএফপি

অনেক মানুষের কাছেই ইন্টারনেট ব্যবহার এখন নিত্যপ্রয়োজনীয় সেবার মতো। উন্নত বিশ্বের দেশগুলোতে দৈনন্দিন জীবনে ইটারনেট ব্যবহার না করে চলাফেরা করাও মুশকিল। প্রযুক্তির এই যুগে ঠিকানা খুঁজে পাওয়া, কারো বিষয়ে সন্ধান করা, কোনো বিষয়ে খোঁজখবর নেওয়া, বিমানের টিকিট কেনা কিংবা দৈনন্দিন কেনাকাটা, অর্থাৎ দিনের প্রয়োজনীয় সব কিছুতেই দরকার ইন্টারনেট। কিন্তু ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে ৪ শতাংশ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেনি—এমন তথ্য সামনে এলে ভ্রু কুঁচকাতে হয় বৈকি।

 

সর্বশেষ এক পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য। জার্মানির জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২৪ সালের হিসাবে দেখা গেছে, দেশটির ২৮ লাখ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেনি। এই সংখ্যা জার্মানির মোট জনসংখ্যার ৪ শতাংশ। সরকারের হিসাবে অনুযায়ী, জার্মানির জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি।

ইউরোপজুড়ে পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বিষয়ক গবেষণা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে। সরকারি দপ্তরের তথ্য মতে, ১৬ থেকে ৭৪ বছর বয়সীরা এই তালিকায় রয়েছে। যারা ইন্টারনেট ব্যবহার করছে না তাদের অফলাইনার বলে অভিহিত করেছে সরকার।

পরিসংখ্যান আরো বলছে, ৬৫ থেকে ৭৪ বছর বয়সীদের মধ্যে ইন্টারনেট ব্যবহার না করার প্রবণতা বেশি।

দেখা গেছে, বয়স যত কম, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তত বেশি।

ইউরোপের অন্যান্য দেশের পরিস্থিতি
এদিকে পরিসংখ্যান বলছে, ইউরোপের ৫ শতাংশ লোক জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেনি। নেদারল্যান্ডস ও সুইডেনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। দেশ দুটিতে অফলাইনারদের সংখ্যা ১ শতাংশের কম।

ইন্টারনেট ব্যবহরা না করার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়।

দ্বিতীয় অবস্থানে গ্রিস। ক্রোয়েশিয়াতে এই সংখ্যা ১৪ শতাংশ এবং গ্রিসে ১১ শতাংশ।

উল্লেখ্য, জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বলছে, ২০২৪ সালে বিশজুড়ে ৩২ শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করেনি।

মন্তব্য

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার
বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন
সংগৃহীত ছবি

ভ্রমণের সময় এক ঘণ্টা থেকে মাত্র এক মিনিটে কমিয়ে আনবে এমনই এক সেতু নির্মাণ করে তাক লাগিয়েছে চীন। দেশটির গুইঝো-তে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন নামে এই সেতুটি উদ্বোধন হবে জুন মাসে। ২১৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই সেতুটি ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটারেরও বেশি উঁচু। গুইঝোর বিশাল গিরিখাতজুড়ে দুই মাইল বিস্তৃত রেকর্ড গড়া এই সেতুটি নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা।

 

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, সেতুটির স্টিলের ট্রাসগুলোর ওজন প্রায় ২২ হাজার মেট্রিক টন, যা তিনটি আইফেল টাওয়ারের সমতুল্য। মাত্র দুই মাসের মধ্যে এগুলো স্থাপন করা হয়েছে। 

সেতুটি নিয়ে উচ্ছ্বসিত প্রধান প্রকৌশলী লি ঝাও। তিনি বলেন, ‘আমার কাজটিকে বাস্তবে রূপ নিতে দেখা, সেতুটির দিন দিন বিস্তৃত হওয়া এবং অবশেষে গিরিখাতের ওপরে দৃশ্যমান হওয়া।

এটি আমাকে গর্বিত করে।’

চীনের অন্য গ্রামীণ অঞ্চলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ তৈরির পাশাপাশি নতুন সেতুটি একটি প্রধান পর্যটন আকর্ষণ হবে বলে ধারনা করা হচ্ছে। চীনা রাজনীতিবিদ ঝাং শেংলিনের মতে, অসাধারণ এই প্রকল্পটি চীনের প্রকৌশলগত সক্ষমতা প্রদর্শন করবে এবং গুইঝোর বিশ্বমানের পর্যটনকেন্দ্র হয়ে ওঠার লক্ষ্যকে আরো জোরদার করবে। 

পর্যটকদের  আকর্ষণ করতে পরিকল্পনাকারীরা এরইমধ্যে সেতুটিতে বসবাসের জায়গা, কাচের হাঁটার পথ এবং বিশ্বের ‘সর্বোচ্চ বাঞ্জি জাম্প’-এর পরিকল্পনাও উন্মোচন করেছেন।

চীনের যে অঞ্চলে এই সেতুটি নির্মিত হচ্ছে, সেখানে বিশ্বের ১০০টি উঁচু সেতুর প্রায় অর্ধেকই রয়েছে যা গ্রামীণ সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে।  

এর আগে ২০১৬ সালে চীনের সর্বোচ্চ সেতুটি বেইপানজিয়াংয়ে নির্মিত হয়েছিল, যার উচ্চতা ছিল ১,৮৫৪ ফুট।

মন্তব্য

পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্প
প্রতীকী ছবি

পাকিস্তানে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি)। আজ শনিবার দেশটির রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে এ ভূমিকম্প আঘাত হানে। তবে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব, খাইবারপাখতুনখোয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় ১২টা ১৩ মিনিটের দিকে ৫.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

সংস্থাটি বলেছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূমি থেকে ১২ মিটার গভীরে, যা পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। 

ভূমিকম্পের সময়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ভবনধস কিংবা ক্ষয়ক্ষতির তথ্যও জানা যায়নি।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০০ মানুষের প্রাণহানি হয়েছিল।

সূত্র : জিও নিউজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ