টেকনাফের শীর্ষ ডাকাত সর্দার হারুনের ঘরে অভিযান চালিয়ে ৩০ লক্ষাধিক টাকা, অস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের হারুন ডাকাতের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদ উপলক্ষে হারুন ডাকাত তাঁর গ্রামের বাড়িতে অবস্থান করার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা গতকাল ভোরে অভিযান পরিচালনা করেন।