কালোবাজারে টিকিট বিক্রি

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
কালোবাজারে টিকিট বিক্রি

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমানের বিরুদ্ধে ট্রেনের টিকিট কালোবাজারে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ এপ্রিল পর্যন্ত রেলের টিকিট শতভাগ অনলাইনে থাকার কথা। তবে নিয়ম ভেঙে স্টেশন মাস্টার আতাউর অতিরিক্ত বগি সংযুক্ত করে অফলাইনে টিকিট কালোবাজারে ছেড়ে দিয়েছেন।

যাত্রীদের অভিযোগ, ঈদ উপলক্ষে আন্ত নগর হাওর এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত দুটি বগি সংযোজন করা হয়েছে।

এর একটি কেবিন ও আরেকটি শোভন শ্রেণির। ওই দুই বগির ৯০টি টিকিট রেলওয়ের অনলাইনে পাওয়া যাচ্ছে না। আবার কাউন্টার থেকে অফলাইনেও বিক্রি করা হচ্ছে না। তবে চার-পাঁচ গুণ দামে ওই দুই বগির অফলাইন টিকিট মিলছে অহরহ।

তবে স্টেশন মাস্টারের দাবি, রেলওয়ের ডিজি, ডিডি, জিএম, সিসিএম, এসপি, ডিজিএফআইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবারের সদস্যদের জন্য ওই দুই বগির টিকিট বরাদ্দ থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই নির্দিষ্ট লোকজনকে টিকিট দেওয়া হয়। সাধারণ যাত্রীদের জন্য ওই দুই বগির টিকিট উন্মুক্ত নয়।

তবে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, কর্মকর্তাদের জন্য কোনো বগি বরাদ্দ রাখার নির্দেশনা দেওয়া হয়নি।

নির্দিষ্ট কাউকে টিকিট দিতেও বলা হয়নি।

আন্ত নগর হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৮টায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গত বৃহস্পতিবার ও শুক্রবার সকাল সাড়ে ৭টায় হাওর এক্সপ্রেস ট্রেনের ওই দুই বগি ঘুরে দেখা গেছে, অধিকাংশ সাধারণ যাত্রীর হাতেই অফলাইনে কাটা টিকিট রয়েছে। অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে টিকিট কিনেছেন বলে জানান তাঁরা।

মোহনগঞ্জ স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, আগামী ১০ দিন পর্যন্ত ট্রেনের সব টিকিট অনলাইনে কাটতে হবে।

অফলাইনে কোনো টিকিট নেই। কাউন্টার থেকে আমরা কোনো টিকিট দিচ্ছি না।

আতাউর রহমান ২০২২ সালে জেলার ঠাকুরাকোনা স্টেশনের দায়িত্বে থাকাকালে ট্রেনের বগি কেটে ভাঙারির দোকানে বিক্রি করে দিয়েছিলেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

শেরপুরে বালুমহাল বিলুপ্ত ঘোষণা

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
শেরপুরে বালুমহাল বিলুপ্ত ঘোষণা

শেরপুরে পাহাড়ি জনপদ, নদ-নদী, পাহাড় সুরক্ষায় বালুখেকোদের নিবৃত্ত করতে এবার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেছি। এরই মধ্যে দুটি উপজেলার নদী-পাহাড় রক্ষার্থে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে বালুমহাল বিলুপ্ত করা হয়েছে।

এখন থেকে সব বালু উত্তোলন অবৈধ। জেলা প্রশাসন বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে থাকবে।

 

মন্তব্য

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫০

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৫০

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭ থেকে ১০টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষ চলাকালে অন্তত ১২ ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় নুরু মাতবরের সঙ্গে জাহিদ মাতবরের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বুধবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
এলাকা শান্ত রাখতে বালিয়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

চট্টগ্রামে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনা উচ্ছেদ করে প্রায় দেড় একর জায়গা উদ্ধার করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

তিনি কালের কণ্ঠকে বলেন, নগরের সিআরবি এলাকার পাশাপাশি নতুন ও পুরনো রেলস্টেশন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে থাকা টিনশেডের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এরপর বিকেলে আমরা পাহাড়তলী এলাকায় অভিযান শুরু করেছি। রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

কোটি টাকার চোরাইপণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। চোরাইপণ্যের মধ্যে রয়েছে ওষুধ, খাদ্যদ্রব্য, কাপড়, সালফার, মাদকদ্রব্য। গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। বিজিবি জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, বিছনাকান্দি, উত্মা লবিয়া, কারাইরাগ, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল এবং প্রতাপপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, চিনি, সাবান, পাথর, মাল্টা, আঙ্গুর, নারকেল, চকোলেটসহ ৯৫ লাখ ৩৩০ টাকার পণ্য জব্দ করা হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ