ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদেপল্লীতে যুবককে হত্যার মামলায় মূল আসামি বাদ দিয়ে এজাহার করায় এবং অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বেদে সম্প্রদায়ের বাসিন্দারা। গতকাল রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে ৩টার দিকে আবু তালেব হোসেন (৩২) নামের ওই যুবককে হত্যা করা হয়।
নিহত তালেবের মামাতো ভাই হাসমত আলী বলেন, ‘সেলিম, মনিরুল, ফজেল, শ্যামল এরা হুকুম দিয়ে আমার ভাইকে মারালো।