নাটোরের চন্দ্রকলা কলেজের প্রভাষক সাজেদুর রহমান সেলিমের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দুই বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রবিবার রাতে আলাদা স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি চন্দ্রকোলা গ্রামের ইরফান আলীর ছেলে আক্কাস আলী এবং ওয়ার্ড বিএনপির কর্মী একই গ্রামের মৃত গফুরের ছেলে আব্দুর রউফ ওরফে ওহাব। এ ঘটনায় সাজেদুর রহমান সেলিম নিজেই বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১০-১৫ জনের বিরুদ্ধে রবিবার সন্ধ্যায় নাটোর থানায় একটি মামলা করেন।