দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত—
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। জেলার সরাইল ও বিজয়নগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
গতকাল বুধবার সকালে সরাইলের কুট্টাপাড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেল হোসেন (২৭) নামের একজন মারা যান।
গত মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় গাড়িচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ফয়সাল (২৭) নিহত হয়েছেন।
বগুড়া : বগুড়ায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছে পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী সাইমন ওরফে প্রিন্স (১২)। গতকাল বুধবার সকাল ৯টার দিকে জেলা সদরের পীরগাছা বন্দরে দুর্ঘটনাটি ঘটে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক মাদরাসা সুপার সামমুল আলম নিহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর-কোমরপুর সড়কের বোস ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামসুল আলম উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের ইছারদ্দির ছেলে এবং কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার সুপার ছিলেন।
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া অটোরিকশার নিচে চাপা পড়ে মো. জাহাঙ্গীর হাওলাদার নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখালী ইউনিয়নের প্যাদার হাট সড়কে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে।
নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে জাহাঙ্গীর নিজের অটোরিকশা চালিয়ে প্যাদার হাট বাজার থেকে লোন্দা গ্রামের নিজ বাসায় ফিরছিলেন।
গাংনী (মেহেরপুর) : গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল সামসুল হক নামের এক বৃদ্ধের।
গতকাল সকালে গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া-নবীনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসুল হক গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর গ্রামের বাসিন্দা।
নিহত সামসুল হকের ছেলে শামীম হোসেন জানান, সকালে তাঁর বাবা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে পাখি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় জাহিদুল ইসলাম টিক্কা নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।