অভিনেত্রীর জীবন হতে হবে স্বাধীন

  • বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ দিয়ে বড় পর্দায় অভিষেক নীলাঞ্জনা নীলার। সাত বছর পর ৩ মে একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ দিয়ে হলে ফিরছেন অভিনেত্রী। নীলার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
অভিনেত্রীর জীবন হতে হবে স্বাধীন

ছবির প্রচারণা চালাচ্ছেন?

হ্যাঁ, কয়েক দিন ধরে প্রমোশনের কাজই করছি। আজ [গতকাল] দুপুরে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি, সন্ধ্যায় একটি পত্রিকা অফিসে যাব। এই সপ্তাহ আর কোনো শুটিং রাখিনি। শুধুই শ্যামাকাব্যর প্রমোশন।

 

শ্যামাকাব্যর শ্যামা তো আপনি। ছবি মুক্তির আগে চাপ অনুভব করছেন?

আমার বরং অনেক আনন্দ লাগছে, মনে হচ্ছে যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেলাম। পাশাপাশি চাপও আছে। গত বছর নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।

আমরা জোর প্রচারণাও চালিয়েছিলাম। পরে পিছিয়ে গেল। অনেকে ভাবছেন তখনই ছবিটি মুক্তি পেয়েছে। তাই নতুন করে সবাইকে জানাতে হচ্ছে।

 

শ্যামাকাব্যতে সুযোগ পাওয়ার গল্পটা বলেন...

সৌদ ভাইয়ের গহীন বালুচর-এ অভিনয় করেছিলাম। তখন থেকেই তাঁর এবং সুবর্ণা মুস্তাফা ম্যামের সঙ্গে আমার ভালো সম্পর্ক। শ্যামাকাব্যর শুরুতে আমি অভিনয় করব এমন কথাই ছিল। কয়েকবার পাণ্ডুলিপিও পড়েছিলাম। সৌদ ভাই চেয়েছিলেন শ্যামা চরিত্রে শ্যাম বর্ণের অভিনেত্রী নেবেন, যাঁকে মেকআপ ছাড়াই শ্যামলা লাগবে।

তখন আমাকে বাদ দিয়ে অন্য এক অভিনেত্রীকে নেওয়া হলো। শুটিংয়ের জন্য টিম টাঙ্গাইলের জমিদার বাড়িতে চলে গেছে, এ খবর পাওয়ার পর একটু মন খারাপ হয়েছিল। দুই দিন পর হঠাৎ সৌদ ভাইয়ের ফোন, যদি আমার কাজ না থাকে ব্যাগ গুছিয়ে তখনই যেন টাঙ্গাইলে রওনা দিই! তার একটু পরেই সুবর্ণা ম্যামের ফোন, তোমাকেই প্রয়োজন। শ্যামা তুমিই হবে। দ্রুত স্পটে চলে এসো। মনে হলো লটারি পেয়ে গেছি! কারণ পাণ্ডুলিপি পড়ার পর থেকে শ্যামা চরিত্রটা নিজের মধ্যে ধারণ করে ফেলেছিলাম।

 

আর কোনো চলচ্চিত্র করছেন?

মাঝখানে অন্তর্বর্তী নামে একটি চলচ্চিত্রের শুটিং করেছি। এস এম কাইয়ুমের এই ছবিতে আমার সঙ্গে আছেন আবু হুরায়রা তানভীর। শুটিং শেষে এখন পোস্ট প্রডাকশনের কাজ চলছে। কিছুদিন আগে শুরু করেছি মুস্তাফিজুর রহমান মানিকের রুখসার-এর শুটিং। আরো কয়েকটির প্রস্তাব আছে, চূড়ান্ত হলে জানাব।

 

আট বছরের ক্যারিয়ারে আপনার কাজের সংখ্যা অনেক কম...

এটা সবাই বলেন, আমিও মানি। মাঝখানে কিছুদিন শোবিজ থেকে দূরে ছিলাম। অভিনয়ে মনোযোগ দিতে পারিনি। এখন কিন্তু নিয়মিত কাজ করছি। রোজার ঈদে আমার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। এরই মধ্যে কোরবানির ঈদের তিন-চারটি নাটকের শুটিং করেছি। অতীতের গ্যাপটা কিছুদিনের মধ্যেই পূরণ করে দেব আশা করি।

 

গত বছর সেপ্টেম্বরে কালের কণ্ঠকে জানিয়েছিলেন, প্রেম ছিল, এখন নেই। খুব শান্তিতে আছি।  শান্তিটা এখনো বজায় আছে?

কাজের ধারাবাহিকতা দিয়েই বোঝেন। মাঝখানে যে গ্যাপটা পড়েছিল সেটা মানসিক অবস্থার কারণে পড়েছিল। প্রেম করি না বলেই এখন নিয়মিত কাজ করতে পারছি। অভিনেত্রীর জীবন হতে হবে স্বাধীন, নইলে তিনি সফল হতে পারবেন না।

 

ওটিটিতে কাজ করছেন?

আমি আগ্রহী। কেন জানি ভাগ্যটা ফেভার করছে না। ঠিকঠাক প্রস্তাব পেলে এই মাধ্যমে নিয়মিত কাজ করব।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

মারকো

শেয়ার
মারকো
‘মারকো’ ছবির দৃশ্য

গেল বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল হানিফ আদেনির মালয়ালম ছবি মারকো। অ্যাকশন-থ্রিলার ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। দর্শকও প্রশংসা করেছে ছবিটির। ১৪ ফেব্রুয়ারি এটি এসেছে সনি লিভ-এ।

গল্প এগিয়েছে মাফিয়া মারকোকে ঘিরে। সৎ ভাই ভিক্টরের হত্যার নৃশংস প্রতিশোধ নেয় সে। অভিনয়ে আছেন উনি মুকুন্দ, সিদ্দিক, জগদীশ, কবির দুহান সিং প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
চলচ্চিত্র

ও প্রিয়া তুমি কোথায়

শেয়ার
ও প্রিয়া তুমি কোথায়
‘ও প্রিয়া তুমি কোথায়’ ছবিতে শাবনূর ও শাকিব খান

অভিনয়ে শাবনূর, রিয়াজ, শাকিব খান প্রমুখ। পরিচালনা শাহাদাৎ হোসেন লিটন। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : রাস্তায় বড়লোকের মেয়ে কাজলের সঙ্গে সাগরের পরিচয়।

ধীরে ধীরে কাজলের প্রতি ভালোলাগা তৈরি হয়। একদিন কাজলকে বাড়িতে নিয়ে গেলে মায়ের সম্মতিও পায় সাগর। এদিকে মারা যাওয়ার আগে বন্ধুকে কথা দিয়েছিলেন কাজলের বাবা, তার ছেলে আকাশের সঙ্গে কাজলের বিয়ে দেবেন। আকাশকে বিয়ে করার জন্য কাজলকে চাপ দেন বাবা।
কিন্তু কাজলের মন পড়ে থাকে সাগরের কাছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘মন জড়াব তোরই ঘরে’ নাটকের দৃশ্য

মন জড়াব তোরই ঘরে

বৈশাখী টিভিতে রাত ১০টায় রয়েছে একক নাটক মন জড়াব তোরই ঘরে। গত বছর রোজার ঈদের নাটকটি আজ ফের দেখানো হবে। রচনা ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শামীম আহমেদ, রাশেদ আরমান প্রমুখ।

 

আফ্রিকাস নিউ ডিরেকশনস

আল জাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে তথ্যচিত্র আফ্রিকাস নিউ ডিরেকশনস। আজকের তথ্যচিত্র অফেনসিভ অ্যাগ্রিকোল। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় কৃষি উন্নয়নের জন্য নতুন কৌশল হাতে নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দেশটি।

কৃষির এই পরিবর্তন উঠে এসেছে তথ্যচিত্রে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সেমিনার—কানাডায় বাংলা মঞ্চনাটক

শেয়ার
সেমিনার—কানাডায় বাংলা মঞ্চনাটক
সেমিনারের আলোচক আজাদ আবুল কালাম

অভিবাসন প্রক্রিয়ায় কানাডায় বাঙালিদের বড় গোষ্ঠী তৈরি হয়েছে। সমান্তরালে চলছে সংস্কৃতির চর্চাও। এর সূত্র ধরে কানাডায় বাংলা মঞ্চনাটকের হালহকিত নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সেমিনার। আগামীকাল বিকেল ৪টা ৩০ মিনিটে এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে।

এতে প্রবন্ধ উপস্থাপন করবেন কবি পারভেজ চৌধুরী। আলোচক থাকবেন নাট্যকার ও অভিনেতা আজাদ আবুল কালাম, নির্দেশক ও অভিনেত্রী নায়লা আজাদ নুপুর ও আবৃত্তিশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনায় ইমামুল হক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ