বাবা রাকেশ রোশন ছিলেন একসময়ের হিটথ্রুব নায়ক। পর্দায় তার উপস্থিতি অন্যরকম গ্ল্যামার তৈরি করতো। সেই ধারা অব্যাহত রেখেছেন হৃতিক রোশন। বলিউডে পা রাখার পর থেকেই সবচেয়ে সুদর্শন নায়ক হিসেবে সবার হৃদয় জয় করেছেন হৃতিক।
‘বাবার মতোই সুন্দর’, আলোচনায় হৃতিকের ছেলে
বিনোদন ডেস্ক

সম্প্রতি ক্যামেরার নামনে হাজির হন বলিউডের গ্রিক গড’খ্যাত হৃতিক রোশনের ছেলে হৃদান। এক ইভেন্টে দেখা মিলল তাঁর। আর তারপর থেকেই চর্চায় এই তারকাসন্তান। অনুরাগীদের দাবি, এ তো বাবার জেরক্স কপি! ডকুমেন্টারি সিরিজ ‘দ্য রোশনস’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে বাবার সঙ্গে উপস্থিত হয়েছিলেন হৃদান।
হৃদান হৃতিক ও সুজন খানের ছেলে। আপাতত হৃদানকে দেখে অনেকের মনেই প্রশ্ন, ‘সে কি বলিউডে পা রাখতে চলেছে?’ কেউ বলছেন, ‘বাবার মতোই সুন্দর’।
হৃতিক এবং সুজান খান ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন। অভিনেতা তার বাবা রাকেশ রোশনের রোমান্টিক সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে আত্মপ্রকাশ করেন।
সামনে হৃতিককে দেখা যাবে অয়ন মুখার্জির অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’তে। সুপারস্পাই কবীরের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সিদ্ধার্থ আনন্দের ২০১৯ ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল এটি। আদিত্য চোপড়ার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী কিস্তি ‘ওয়ার ২’। এতে হৃতিকের সঙ্গে দেখা মিলবে জুনিয়র এনটিআরের।
সম্পর্কিত খবর

মুক্তির অনুমতি পেল শিহাব শাহীনের ‘দাগি’
বিনোদন প্রতিবেদক

প্রায় দশ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত তার দ্বিতীয় সিনেমা ‘দাগি’ ইতিমধ্যে জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।
সিনেমাটি দেখা শেষে মুক্তির অনুমতি পেল। এবার আর সিনেমাটি মুক্তিতে কোনো বাধা রইল না।
এর আগে সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি দেখা শেষে ‘দাগি’র ভূয়সী প্রশংসা করেছিলেন এর সদস্যরা। জানিয়েছিলেন, ছবিটি দারুণ।
এর আগে নির্মাতা জানিয়েছিলেন, ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।
এদিকে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’ দিয়ে প্রায় ৬২৭ দিন পর প্রেক্ষাগৃহে আসছেন আফরান নিশো। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।

ওটিটি মাতাচ্ছে যেসব সিনেমা-সিরিজ
বিনোদন প্রতিবেদক

বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্লাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্লাটফরমগুলোতেও নিত্য নতুন কন্টেন্টের সমারোহ। প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।
খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার
কলকাতা শহরে ঘটে যাওয়া অপরাধ, অপরাধী, রাজনৈতিক কার্যকলাপ আর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। গ্যাংস্টার, পুলিশ ও রাজনীতিবিদদের ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত কলকাতা।
সিরিজটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত, শ্বাশত চট্রোপাধ্যায়, চিত্রঙ্গদা সিং প্রমুখ। ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিরিজটি।
আনোরা
২৩ বছর বয়সী আনি মিখিভার একজন বার গার্ল। তার জীবনে নাটকীয় মোড় আসে যখন সে রাশিয়ান ধনকুবেরের উত্তরাধিকারী ইভানের সঙ্গে সম্পর্কে জড়ায়। একসময় তারা বিয়ে করেন। খবরটি একদিন রাশিয়ায় পৌঁছে যায়। রাশিয়ার সেই অলিগার্ক তাদের বিয়ে মেনে নিতে পারেন না।
এতে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন, মার্ক এইডেলস্টেইন, আইভি ওক, কারেন কারাগুলিয়ান প্রমুখ। চলচ্চিত্রটি এখন জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।
স্কাই ফোর্স
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধ নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ওই সময় পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে চালানো ভারতের হামলার ঘটনাকে তুলে ধরা হয়েছে সিনেমায়। বিমানবাহিনীর দুই অফিসার কুমার ওম আহুজা ও কৃষ্ণা দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যায়, সেই সময় নিখোঁজ হয় কৃষ্ণা। তার স্ত্রী গীতা সন্তান কোলে স্বামীর অপেক্ষায় থাকে। ওম আহুজার বিশ্বাস, বেঁচে আছেন কৃষ্ণা এবং তাকে ফিরে পেতে পাকিস্তানের ওপর চাপ দেওয়া উচিত।
সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর, সারা আলী খান। এটি ২১ মার্চ থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।
লুট কাণ্ড
গ্রামীণ ভারতের দুই ভাইবোনের গল্প তৈরি হয়েছে সিরিজটি। তারা দুজনে নিজেদের মতো করে একটি সাধারণ ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কাজে নামে তারা। হঠাৎ করেই একটা অস্ত্রভান্ডারের সন্ধান পায় তারা। কিন্তু কোথা থেকে এল এত অস্ত্র? ধীরে ধীরে কয়েক দশক আগের একটি অস্ত্র কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িয়ে যায় তারা দুজন।
সিরিজটিতে অভিনয় করেছেন তানিয়া মানিকতালা, সাহিল মেহতা, জ্ঞানেন্দ্র ত্রিপাঠি, তৃষ্ণাণ সরকার। ২০ মার্চ আমাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে এটি।
রেভেলেশনস
এক শান্ত শহরে পাদ্রি মিন-চানের ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঈশ্বরের ইঙ্গিতে ছেলের অপহরণকারীর পরিচয় জানতে পেরে তিনি ন্যায়ের সন্ধানে ঝুঁকিপূর্ণ অভিযানে নামেন। অন্যদিকে, গোয়েন্দা ইয়ন-হি মামলাটি নিয়ে তদন্ত করতে গিয়ে নিজের মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হয়। আর এভাবেই এগিয়ে যায় সিনেমাটির কাহিনি। ‘ট্রেন টু বুসান’ ও ‘হেলবাউন্ড’-এর পরিচালক ইয়ন সাং-হোর নতুন থ্রিলার সিনেমা ‘রেভেলেশনস’ আপনাকে টানটান উত্তেজনায় রাখবে, এটা নিশ্চিত।
সিরিজটিতে অভিনয় করেছেন রু জুন-ইয়ল, শিন হিউ-বিন ওশিন মিন-জে। ২১ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিনেমাটি।
কান্নেডা
১৯৯০-এর দশকের ওপর ভিত্তি করে তৈরি কান্নেডা ক্রাইম থ্রিলারটিতে দেখা যাবে এক পাঞ্জাবি অভিবাসীর গল্প, যে কানাডায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংগীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু তার এ লড়াই ভয়ানক পরিস্থিতির দিকে মোড় নেয়, যখন সে অপরাধ জগতের বিপজ্জনক কিছু ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়ে।
সিরিজটিতে অভিনয় করেছেন পারমিশ ভার্মা, অরুনোদয় সিং, রণবীর শোরে প্রমুখ। এটি ২১ মার্চ থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

৬ বছর পর ছেলের সঙ্গে ফিরছেন অঞ্জন দত্ত
বিনোদন প্রতিবেদক

শুধু মিউজিকেই নয়, একইসঙ্গে সিনেমাতেও কাজ করেছেন অঞ্জন দত্ত ও তার ছেলে নীল দত্ত। সময়ের সঙ্গে কাজের ব্যস্ততা বাড়ায় তাদেরকে অনেকদিন একসঙ্গে পাওয়া যায়নি। প্রায় ৬ বছর পর আবার এক মঞ্চে ফিরছেন পিতা-পুত্র জুটি। ‘আমি আর গোডো’র নতুন পর্বে কী চমক থাকছে, তাই জানালেন এবার।
পিতা-পুত্র জুটিকে নিয়ে এখনও স্মৃতিমেদুর অঞ্জন। কারণ, ১৯৯৩ সাল থেকে মঞ্চে সঙ্গীত পরিবেশন শুরু করেন তিনি। সেই সময় তার সঙ্গে বাজাতেন নীল। প্রথম অনুষ্ঠান ছিল ‘জ্ঞান মঞ্চ’-এ।
অঞ্জন বলছিলেন, ‘তার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে শুরু করলাম। ছোট আকারে অনুষ্ঠান প্রায় এক বছর চলেছিল। তখনও আমার প্রথম অ্যালবাম বেরোয়নি।’
পরের বছর ‘শুনতে কি চাও?’ অ্যালবাম প্রকাশের পর বাকিটা প্রায় সবারই জানা।
বছর চারেক পর আরো শিল্পী নিয়ে ‘ব্যান্ড’ও তৈরি করে ফেললেন অঞ্জন। সময়ের সঙ্গে তা কলেবরে বাড়ল।
২০০৭ সালে প্রকাশিত হয় অঞ্জন এবং নীলের এখনও পর্যন্ত শেষ অ্যালবাম ‘আমি আর গোডো’। এই শিরোনামেই শুরু হয় অনুষ্ঠান। বাহুল্য নেই, কেবল দু’টি অ্যাকুস্টিক গিটার এবং গান। যেখানে অঞ্জন এবং নীল মূলত তাদের অপেক্ষাকৃত কম শ্রুত এবং অ্যালবামের বাইরের নতুন গান শ্রোতাদের সামনে পরিবেশেন করেন।
অঞ্জন দত্তের ভাষ্যে, ‘আমাদের শুরুর দিনে ফিরে যাওয়ার একটা প্রয়াস। চুপচাপ বসে শ্রোতারা কয়েক ঘণ্টা গান শুনবেন, এটাই ছিল ভাবনা। যারা ‘মেরি অ্যান’, ‘বেলা বোস’ বা ‘রঞ্জনা’ শুনেই বাড়ি ফিরতে প্রস্তুত নন, তাদের কথা ভেবেই এই অনুষ্ঠান।’
এবারও ‘আমি আর গোডো’য় পুরনো গানের পাশাপাশি বেশ কিছু নতুন গান রেখেছেন অঞ্জন এবং নীল। আসন্ন অুষ্ঠান নিয়ে নিয়ে উচ্ছ্বাস ধরা পড়ল নীলের কণ্ঠেও। অঞ্জন যখন নীলকে নিয়ে অনুষ্ঠান শুরু করেন, তখন তার বয়স অনেকটাই কম। তখন কি তিনি তার অর্থ বুঝতে পারতেন? না কি এখন গানগুলো তাঁর কাছে নতুন ভাবে হাজির হয়? নীল বললেন, ‘আমি তখন ক্লাস এইটের ছাত্র। সবই বুঝতে পারতাম। গানগুলোর প্রেক্ষাপট তখনও আমার কাছে যা, এখনও তার কোনও পরিবর্তন হয়নি।’
জানা গেছে, আগামী ৩০ মার্চ জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হবে ‘আমি আর গোডো’।

তারকাদের ঈদ
মেহেদি না দিলে আমার কাছে ‘ঈদ’ লাগে না : তিশা
বিনোদন প্রতিবেদক

ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই উৎসব। সাধারণ মানুষের পাশাপাশি ঈদে শোবিজাঙ্গনও থাকে সরগরম। দেখা যায় অভিনয়শিল্পীদের ধুম ব্যস্ততা।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এক কথোপকথনে তিশা ঈদ আয়োজনে নিজের ভালো লাগা ও ব্যস্ততা নিয়ে কথা বলেন। ঈদে রূপচর্চা কেমন হয় সে প্রসঙ্গে তিশা বলেন, ‘আমি যেটা করি ঈদের আগে অফকোর্স ট্রাই করি একটা ফেসিয়াল নেওয়ার। কারণ আমরা টানা শুটিংয়ে থাকি এবং স্কিনের ওপর সব ধকল যায়। সো আমি ট্রাই করি ফেসিয়ালটা করার।
ঈদে মেহেদি দেওয়া প্রসঙ্গে তিশা বলেন, ‘আই লাভ মেহেদি। সো আমার কাছে মেইন পার্ট হচ্ছে মেহেদি। মেহেদি না দিলে আমার কাছে ঈদ লাগে না। মেহেদি অফকোর্স আমি সেলুনে যাব।’
দেখুন সম্পূর্ন ভিডিওটি :