<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ টেলিভিশনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ ডিসেম্বর। হীরক জয়ন্তীর এই দিনে রাত ৯টা ৫ মিনিটে বিশেষ নাটক </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোনার সিন্দুক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এ দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাদিয়া ইসলাম মৌকে। আলী ইমরানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। মৌ ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, তাবাসসুম মিথিলাসহ অনেকে। একটা সময় মৌকে মডেলিং, অভিনয় ও নৃত্যশিল্পী হিসেবে নিয়মিত পাওয়া যেত। তবে এখন তিনটি মাধ্যমেই তিনি বেছে বেছে কাজ করেন। </span></span></span></span></p>