গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘আমেরিকান ম্যানহান্ট : ওসামা বিন লাদেন’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই অন্বেষণের অজানা বিষয়গুলো তুলে ধরা হয়েছে সিরিজে। রয়েছে বিরল কিছু ফুটেজ ও গোয়েন্দা কর্মকর্তাদের বয়ান।