আমেরিকান ম্যানহান্ট

ওসামা বিন লাদেন

  • অন্তর্জাল
শেয়ার
ওসামা বিন লাদেন
‘আমেরিকান ম্যানহান্ট : ওসামা বিন লাদেন’ সিরিজের দৃশ্য

গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘আমেরিকান ম্যানহান্ট : ওসামা বিন লাদেন’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই অন্বেষণের অজানা বিষয়গুলো তুলে ধরা হয়েছে সিরিজে। রয়েছে বিরল কিছু ফুটেজ ও গোয়েন্দা কর্মকর্তাদের বয়ান।

বানিয়েছেন মর লুশি ও ড্যানিয়েল সিবান।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

দ্য হুইল অব টাইম—সিজন ৩

শেয়ার
দ্য হুইল অব টাইম—সিজন ৩
‘দ্য হুইল অব টাইম-সিজন ৩’ সিরিজের দৃশ্য

দর্শকপ্রিয় সিরিজ ‘দ্য হুইল অব টাইম’-এর তৃতীয় মৌসুম গতকাল মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে। রাফে জুডকিনসের সিরিজটির গল্প এক কল্পজগৎ নিয়ে, যেখানে অনেকে জাদুর অস্তিত্ব রয়েছে। তবে অল্প কিছু মানুষ জাদু জানে। তারা বিশ্বাস করে, যেকোনো একজনের জাদুর মাধ্যমে ড্রাগনকে [দানব] ফিরিয়ে আনা সম্ভব, যেটা দিয়ে পৃথিবী রক্ষা কিংবা ধ্বংস করা যাবে।

অভিনয়ে আছেন রোজামুন্ড পাইক, ড্যানিয়েল হেনি, জো রবিনস, মেডেলিন ম্যাডেন প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

স্বপ্নের ঠিকানা

শেয়ার
স্বপ্নের ঠিকানা
‘স্বপ্নের ঠিকানা’ ছবিতে সালমান শাহ, শাবনূর ও সোনিয়া

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, সোনিয়া প্রমুখ। পরিচালনা এম এ খালেক। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্তটিভি।

গল্পসূত্র : সুমন, সুমী ও ফারহা—তিন স্কুলবন্ধুর ত্রিভুজ প্রেমের গল্প।

সুমন ধনী ঘরের সন্তান। ভালোবাসে সুমীকে। সুমী গরিব ঘরের সন্তান, ফুল বিক্রি করে সংসার চালায়। ফারহা পড়াশোনার জন্য বিদেশ চলে যায়।
ভালোই চলছিল সুমন-সুমীর প্রেম। বাধা হয়ে দাঁড়ায় বিদেশ-ফেরত ফারহা। সেও ভালোবাসে সুমনকে। কিন্তু সুমন সায় দেয় না।
ফারহার বাবা সুমীর ফুলের দোকান ভেঙে-গুঁড়িয়ে দেয়, গুণ্ডা দিয়ে সুমনকেও মেরে অজ্ঞান করে। স্মৃতিশক্তি হারিয়ে ফেলা সুমনের সঙ্গে ফারহার বিয়ের দিন ঠিক হয়। বিয়ের আসরে প্রেমের দাবি নিয়ে হাজির হয় সুমী।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

হা-শো

শেয়ার
হা-শো
‘হা-শো’র দৃশ্য

আজ এনটিভিতে রয়েছে কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘হা শো’-এর সপ্তম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটির নতুন পর্ব। এই সিজনে বিচারক হিসেবে আছেন আমিন খান, শবনম ফারিয়া ও তুষার খান। সঞ্চালনায় আবু হেনা রনি।

প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী।

 

আফ্রিকা ডিরেক্ট

আল জাজিরায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে দুটি তথ্যচিত্র—’স্লিপিং অন ওয়াটার’ ও ‘দ্য গার্ল ফ্রম বুকোম’। প্রথমটি নামিবিয়ার এক অ্যালবাট্রস সংরক্ষণবিদকে নিয়ে, বানিয়েছেন কারিন স্লেটার। অন্যটি ঘানার এক তরুণী বক্সারের জীবন নিয়ে, নির্মাণ করেছেন ফাতিমা
এম দাদজি।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

খালিদ-এ পলাশের সঙ্গী সাফা কবির

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
খালিদ-এ পলাশের সঙ্গী সাফা কবির

দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছে তানিম রহমান অংশুর টেলিছবি ‘খালিদ’-এর পোস্টার। যেখানে নতুন অবতারে দেখা দিয়েছেন জিয়াউল হক পলাশ। এতে বোহেমিয়ান এক বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এই টেলিছবিতে পলাশের সঙ্গী সাফা কবির।

গতকাল অভিনেত্রীর আলাদা পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা।

অংশু জানান, নতুন ধারার ফাইট-অ্যাকশন রয়েছে এখানে। হ্যান্ড টু হ্যান্ড, পিঠ ফাইটিং ও বক্সিং ঠিকঠাক ফুটিয়ে তুলতে লম্বা সময় নিয়ে কাজটি করেছেন তাঁরা। ঈদে ক্লাভ ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ