কয়েক মাস ধরে লাগাতার হত্যার হুমকি পেয়ে আসছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। তবে এমন হুমকি আগেও পেয়েছেন। সর্বশেষ তাঁকে হুমকি দিয়েছেন ভারতের আলোচিত সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই। বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন সালমান।
‘সিকান্দার’-এর প্রচারণায় গিয়ে তিনি বলেন, ‘জীবন-মৃত্যু তো আল্লাহর হাতে। আল্লাহ, ভগবান যা-ই বলেন, ওপরে আছেন। যত বছর আয়ু লেখা আছে, তত বছরই বাঁচব। ব্যস, এটুকুই।
’
মাস কয়েক আগে, সালমান খানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। তারপর থেকেই ৫৯ বছর বয়সী এই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এতে তাঁর স্বাভাবিক জীবন অনেকটাই ব্যাহত হয়েছে।
তাঁকে দেওয়া অতিরিক্ত নিরাপত্তার কারণে যেসব অসুবিধা হচ্ছে সেগুলোও স্বীকার করেছেন।
সালমান বলেন, ‘মাঝেমধ্যে এত লোকজনের সঙ্গে ঘোরাঘুরি করতে অসুবিধা হয়।’ গুজরাটের কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ১৯৯৮ সালে পাঞ্জাবে কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় সালমান খানের ওপর দারুণ ক্ষুব্ধ। বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে। এই ঘটনার পর সালমান খানকে নিয়মিতই হুমকি দেওয়া হচ্ছে।