ভারত পেল প্রথম বাঙালি আইডল

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
ভারত পেল প্রথম বাঙালি আইডল
ইন্ডিয়ান আইডলের ট্রফি হাতে মানসী ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গের নিমতায় জন্ম ও বেড়ে ওঠা। এখন তিনি ইন্ডিয়ান আইডল। রবিবার রাতে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল-এর ১৫তম সিজনের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছেন বাঙালি তরুণী মানসী ঘোষ। ট্রফির সঙ্গে জিতেছেন ২৫ লাখ রুপি ও নতুন গাড়ি।

ইন্ডিয়ান আইডল-এর আগের সব পর্বেই ছিলেন বাঙালি প্রতিযোগী, তবে এই প্রথম কোনো বাঙালি গায়িকা পেলেন আইডলের খেতাব। মানসীর উচ্ছ্বাসও তাই বাঁধভাঙা। তিনি বলেন, আমার পরিবারের সবাই ফাইনালের জন্য এসেছিল। সবাই কাঁদছিল, আনন্দ করছিল।
কিন্তু জয়ের পরে আমার প্রথম প্রতিক্রিয়া কী হওয়া উচিত, সেটা বুঝতে পারছিলাম না। আমরা সবাই খুব খুশি। জীবন একেবারে বদলে গেছে।

এরই মধ্যে মানসীর কাছে এসেছে বেশ কিছু প্লেব্যাকের প্রস্তাব।

একটি গানের রেকর্ডিংও সেরেছেন জনপ্রিয় গায়ক শানের সঙ্গে। এ ছাড়া র‌্যাপার বাদশাহও জানিয়েছেন, মানসীর সঙ্গে একটি গান করবেন।

এবারের আয়োজনে প্রথম রানার আপ হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী। তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর। প্রতিযোগিতার মূল বিচারক ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহ।

সঞ্চালনায় ছিলেন আদিত্য নারায়ণ।

উল্লেখ্য, মা-বাবার ইচ্ছায় গান শেখা শুরু মানসীর। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন। পেশাদার শিল্পী হয়ে ওঠেন মাত্র ১৬ বছর বয়সে। ২০২১ সালে তিনি সংগীতবিষয়ক রিয়েলিটি শো সুপার সিঙ্গারে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন মানসী।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

৮ বছর পর আসছে চিরকুটের অ্যালবাম

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
৮ বছর পর আসছে চিরকুটের অ্যালবাম

দীর্ঘ আট বছর পর দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট প্রকাশ করতে যাচ্ছে চতুর্থ অ্যালবাম। এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে সব গান। এবারের অ্যালবামে থাকবে ১০টি গান। লিখেছেন দলটির প্রধান ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।

তিনি বলেন, মোট ২০টি গান তৈরি করেছিলাম। সেখান থেকে বেছে ১০টি গান নিয়ে অ্যালবামটি করেছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। শতভাগ সততার সঙ্গে নিজেদের কাজটা মন দিয়ে করার চেষ্টা করেছি।
অ্যালবামের নামও চূড়ান্ত। আগামী সপ্তাহে জানাব। এর আগে ২০১৭ সালে এসেছিল চিরকুটের তৃতীয় অ্যালবাম উধাও

 

 

 

মন্তব্য
অন্তর্জাল

ব্যাড ইনফ্লুয়েন্স

শেয়ার
ব্যাড ইনফ্লুয়েন্স
‘ব্যাড ইনফ্লুয়েন্স’ ছবির দৃশ্য

বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কিফ ডেভিডসনের সিরিজ ব্যাড ইনফ্লুয়েন্স : দ্য ডার্ক সাইড অব কিডফ্লুয়েন্সিং। ডকুসিরিজটি নির্মিত হয়েছে বর্তমান সময়ের শিশু ইনফ্লুয়েন্সারদের নিয়ে। অন্তর্জালে জনপ্রিয় মুখ পাইপার রকেল এবং তার মাকে ঘিরে কিছু অভিযোগ নিয়ে সিরিজের বিষয়বস্তু। অভিনয়ে আছেন সয়ার শারবিনো, করিন জয়, সোফি ফার্গি প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

নিয়তি

শেয়ার
নিয়তি
‘নিয়তি’ ছবিতে আরিফিন শুভ ও ফাল্গুনি রহমান জলি

অভিনয়ে আরিফিন শুভ, ফাল্গুনি রহমান জলি, মৌসুমী সাহা। পরিচালক জাকির হোসেন রাজু। দুপুর ২টা ১০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : শুভ্র গ্রুপ অব কম্পানির উত্তরাধিকারী শুভ্র চৌধুরীর গাড়ির কাচ ভেঙে পালিয়ে যেতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শহরের এক কৃপণ ব্যবসায়ীর মেয়ে মিলা।

ক্ষতিপূরণ হিসেবে মিলার কাছে ৫০ হাজার টাকা চায় শুভ্র। মিলার বাবা এতই কৃপণ যে এই টাকা কিছুতেই দেবে না। বাধ্য হয়ে এক মাস শুভ্রর গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতে রাজি হয় মিলা। হাস্যরসের মধ্য দিয়ে গল্প এগোলেও দ্রুতই গল্পের মোড় ঘুরে যায় দর্শককে স্তব্ধ করে দেওয়ার মতো একটি ঘটনায়।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘বোকা পরিবার’ ধারাবাহিকের দৃশ্য

বোকা পরিবার

আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক বোকা পরিবার। প্রতি শুক্রবার, শনিবার ও রবিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা ফজলুল সেলিম, পরিচালক সৈয়দ শাকিল। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাজু খাদেম প্রমুখ।

 

দ্য স্ট্রিম

আলজাজিরায় সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য স্ট্রিম। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসন হত্যার শিকার হন। এ ঘটনার সূত্র ধরে দেশটির স্বাস্থ্যসেবার নেপথ্যের কিছু বিষয় তুলে ধরা হয়েছে আজকের পর্বে।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ