আগেই জানা গিয়েছিল, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ছবি ‘মাস্তুল’। এবার জানা গেল, ‘মাস্তুল’-এর সঙ্গে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘নয়া ঠিকানা’ও দেখা যাবে উৎসবটিতে। ৩০ মিনিট দৈর্ঘ্যের ছবিটি নির্মাণ করেছেন শামসুদ্দীন আহমদ শিবলু।
মস্কোতে নির্বাচিত হওয়া নিয়ে নির্মাতা শিবলু বলেন, ‘ভালো লাগছে, সিনেমাটি নিয়ে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে আসতে পারব।
উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেই প্রক্রিয়া চলছে।’
স্বল্পদৈর্ঘ্য এই ছবিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সেন্টু, জয় প্রকাশ চৌধুরী, ওবায়দুল হায়দার সাগর। সিনেমার গল্পে দেখা যাবে হাওর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের নানা দিক। পাশাপাশি ভূ-রাজনৈতিক টানাপড়েনের কারণেও অনেক সময় মানুষকে বাধ্য হয়ে নিজের জন্মভূমি ছেড়ে অজানার পথে পা বাড়াতে হয়, সেটাও উঠে এসেছে গল্পে।
২০২১ সালে কিশোরগঞ্জে সিনেমাটির শুটিং হয়েছে। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বসতে যাচ্ছে আগামী ১৭ এপ্রিল, পর্দা নামবে ২৪ এপ্রিল।