ঈদ কেমন কাটল?
ময়মনসিংহের ত্রিশালে গ্রামের বাড়িতে ঈদ করেছি। পুরোটা সময় বাড়িতেই ছিলাম। কোথাও ঘুরতে যাওয়া হয়নি।
জাকারিয়া সৌখিনের ‘মেঘবালিকা’ কয়েক দিন ধরে ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে।
ঈদ কেমন কাটল?
ময়মনসিংহের ত্রিশালে গ্রামের বাড়িতে ঈদ করেছি। পুরোটা সময় বাড়িতেই ছিলাম। কোথাও ঘুরতে যাওয়া হয়নি।
জাকারিয়া সৌখিনের ‘মেঘবালিকা’ কয়েক দিন ধরে ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে।
খুব ভালো লাগছে। ঈদে এত এত ভালো নাটক এসেছে। সেগুলোর মধ্যে আমাদের নাটকটিও দর্শক পছন্দ করেছে, ট্রেন্ডিংয়ে ১ নম্বরে এসেছে, এটা তো দারুণ ব্যাপার। এর আগে আমাদের ‘মন দুয়ারী’ নাটকটি দর্শক খুব পছন্দ করেছিল।
জাকারিয়া সৌখিনের নির্মাণে জিয়াউল ফারুক অপূর্ব আর আপনি পর পর দুটি সফল নাটক উপহার দিলেন। হ্যাটট্রিকের সম্ভাবনা আছে?
এখনো কনফার্ম কিছু হয়নি।
অপূর্বর সঙ্গে আপনার বয়স ও অভিজ্ঞতায় অনেক তফাত। সে জায়গা থেকে বললে তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
প্রথম যেদিন গল্প নিয়ে বসেছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। অপূর্ব ভাইয়া আমার বরাবরই পছন্দের অভিনেতা, একজন লিজেন্ডারি অ্যাক্টর।
ভক্তরা বলেন, নাটকের রোমান্স কিং অপূর্ব। বাস্তবে তিনি কতটা রোমান্টিক?
ব্যক্তি পর্যায়ে তিনি কতটা রোমান্টিক, তা তো বলতে পারব না। এটুকু বলতে পারি, তিনি শুটিং সেটে দারুণ মানুষ। সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। সহশিল্পী হিসেবেও ভীষণ কো-অপারেটিভ।
ঈদে আপনার আর কোনো নাটক এসেছে?
হ্যাঁ। মাসরিকুল আলমের ‘মেঘের বৃষ্টি’ এসেছে। এটাতে ফারহান আহমেদ জোভান ভাইয়ার সঙ্গে অভিনয় করেছি। এ ছাড়া সিএমভি থেকে একটি নাটক আসার কথা, শিহাব শাহীন ভাইয়ার ‘অ্যারেঞ্জড ম্যারেজ’।
আপনার প্রতিটি নাটক দর্শকপ্রিয়তা পাচ্ছে। তবু কাজ এত কম কেন? ভালোবাসা দিবসে মাত্র একটি নাটক এলো। ঈদে দুটি। কারণ কী?
আমার মনে হয়, কাজ কম করি বলেই এত সাড়া পাই। অন্যদের সঙ্গে হয়তো এই ভাবনা না-ও মিলতে পারে। দেখুন, দুই বছর হলো অভিনয় করছি। ১৩-১৪টির মতো নাটক করেছি। চাইলে তো বেশি কাজ করাই যায়। কিন্তু আমি মনে করি, একটু সময় নিয়ে কাজ করাই ভালো। এতে গল্প অনুযায়ী প্রস্তুতি নেওয়া যায়, চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া যায়। তা ছাড়া অনেক দিন পর পর যখন দর্শক আমাকে দেখবে, তখন তাদের মনেও একটা বাড়তি আগ্রহ থাকবে। এ কারণেই কিন্তু আমার সব কাজ থেকে ভালো রেসপন্স পাই। আমি এভাবেই এগোতে চাই। এখন তো শেখার সময়। সুতরাং সময় নিয়ে কাজ করলে ভালোভাবে শিখতেও পারব। আবার আমার পড়াশোনাও চলছে। সেটাও ঠিক রাখতে হচ্ছে। এসব কারণেই আসলে কাজের সংখ্যা কম। তবে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।
অন্যদের নাটক দেখেন?
হ্যাঁ, আমি সবার নাটক দেখি। এবারও অনেকের নাটক দেখেছি, সামনে আরো দেখব। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রবীর রায় চৌধুরী দাদার ‘বেস্ট ফ্রেন্ড ২.০’, হাসিব হোসেন রাখির ‘মন দিওয়ানা’ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ার ‘তোমাদের গল্প’।
ঈদের ছবি দেখেন?
দেখি, তবে এবার এখনো দেখা হয়নি। ওই যে বললাম, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। বাইরে বের হওয়া হয়নি। তবে কয়েক দিনের মধ্যেই দেখা শুরু করব। সব ছবিই দেখার ইচ্ছা আছে।
নতুন কী আসবে সামনে?
কোরবানির ঈদের জন্য দু-তিনটি নাটকের ব্যাপারে কথা হচ্ছে। চূড়ান্ত হলে এগুলোর কাজ শুরু করব কিছুদিন পর। দর্শক ভালোবাসা দিচ্ছে, তাই এখন আরো ভালোভাবে কাজ করতে চাই। নিজেকে আরো পরিণত করতে চাই।
সম্পর্কিত খবর
আজ অভিনেতা আসলাম তালুকদার মান্নার জন্মদিন। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মান্না। তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলি’।
বাংলাদেশ টেলিভিশন
রবীন্দ্র সংগীতানুষ্ঠান মুছে যাক গ্লানি [সকাল ৮টা ৩০ মিনিট]
সরাসরি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগান, গম্ভীরা, লাঠিখেলা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা [সকাল ১০টা থেকে দুপুর ১টা]
টেলিছবি মনের মানুষ [রাত ৯টা] :
নৃত্যানুষ্ঠান বৈশাখী ছন্দে [রাত ১০টা ৩০ মিনিট] : নৃত্য পরিচালনা শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোহেল রহমান, আয়েশা সিদ্দিকা, কামরুল হাসান ফেরদৌস।
পাঁচফোড়ন, এটিএন বাংলা
এটিএন বাংলা
বিশেষ পাঁচফোড়ন [রাত ৭টা ৫০ মিনিট] : নির্মাণে ফাগুন অডিও ভিশন। উপস্থাপনায় বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার।
কখনো মেঘ কখনো বৃষ্টি, চ্যানেল আই
চ্যানেল আই
সরাসরি হাজার কণ্ঠে বর্ষবরণ [সকাল ৬টা] : ধানমণ্ডির রবীন্দ্র সরোবর থেকে।
টেলিছবি কখনো মেঘ কখনো বৃষ্টি [বিকেল ৩টা ৫ মিনিট] : পরিচালনা মৌসুমী। অভিনয়ে মৌসুমী, ফেরদৌস।
নববর্ষ ও বাংলার প্রকৃতি [রাত ৭টা ৪৫ মিনিট] : উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।
টেলিছবি বেস্ট ফ্রেন্ড ২.০ [রাত ৯টা ৩৫ মিনিট]।
এনটিভি
সরাসরি বৈশাখী উৎসব ১৪৩২ [সকাল ৮টা] : উপস্থাপনায় আইশা খান, মৌসুমী মৌ ও আফরোজা সুমি। অংশগ্রহণে চম্পা বনিক, পলি পারভীন, লুইপা, ঝিলিক, নিশি, রাজিব, মুহিন, ডিফারেন্ট টাচ, মিলা অ্যান্ড ফ্রেন্ডস।
বৈশাখের ভালোবাসা, বৈশাখী
বৈশাখী টেলিভিশন
নাটক বৈশাখের ভালোবাসা [দুপুর ১২টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা সিদ্দিকুর রহমান। অভিনয়ে সিদ্দিক, মাই আতানবি, আহসানুল হক মিনু।
নাটক প্যারা আজমল [রাত ১০টা] : রচনা ও পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই।
মিউজিক্যাল শো [রাত ৮টা] : উপস্থাপনা তাসনুভা মোহনা।
আঁধারে আলো, মাছরাঙা
মাছরাঙা টেলিভিশন
টেলিছবি আঁধারে আলো [রাত ১০টা ৩০ মিনিট] : পরিচালনা সুব্রত সঞ্জীব। অভিনয়ে শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টি।
দীপ্ত টিভি
সরাসরি দীপ্ত বৈশাখী উৎসব [সকাল ৯টা] : উপস্থাপনায় ইন্দ্রানী নিশি। গান পরিবেশনায় ব্যান্ড বায়োস্কোপ ও ডোরা।
কিছুদিন আগে নতুন করে ভাইরাল হয় ইফতেখার জাহানের ‘প্রেমের সমাধি’ ছবির সংলাপ ‘চাচা, হেনা কোথায়!’ এই ছবির টাইটেল গান ‘প্রেমের সমাধি ভেঙে’ও ইউটিউবে ১২ কোটির বেশি ভিউ হয়েছে। এন্ড্রু কিশোরের গাওয়া গানটি লিখেছেন দেলোয়ার জাহান ঝণ্টু, সুর করেছেন আনোয়ার জাহান নান্টু। এবার নতুন করে তৈরি করা হয়েছে গানটি। আগের কথা ও সুর ঠিক রেখে র্যাপ যুক্ত করা হয়েছে এবার।
২০ বছর আগে সাজেদ ফাতেমী লিখেছিলেন ‘জরিনা’। সুরও করেছিলেন। তবে নানা কারণে গানটি প্রকাশ করেননি। এবার বৈশাখী উৎসবে প্রকাশিত হলো গানটি।