<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : টি স্পোর্টস ও এইসের ব্যবস্থাপনায় বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে লাহোর লইয়ার্স ক্রিকেট দলের শিরোপা উৎসবে গতকাল পর্দা নেমেছে দক্ষিণ এশিয়ান লইয়ার্স ক্রিকেট কাপের। ফাইনালে করাচি লইয়ার্সের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য এক বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লাহোর। রান তাড়ায় ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয়ের নায়ক মুহাম্মদ আব্দুল্লাহ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টস জিতে আগে ব্যাট করে ১৫৭ রানের পুঁজি পায় করাচি। শেষ দিকে দুটি ত্রিশোর্ধ্ব ইনিংসে লড়াইয়ের সংগ্রহ পায় দলটি। মুহাম্মদ উমার ৩৪ এবং আসাদ আব্বাসি অপরাজিত থাকেন ৩৩ রানে। জবাব দিতে নেমে শুরুর দুই ওভারে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে লাহোর। ৫০ রানে তুলতে হারায় আরো দুজনকে। কিন্তু পঞ্চম উইকেটে মুজাফফর হুসাইনকে সঙ্গে নিয়ে ১০৫ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচ জেতান আব্দুল্লাহ। এই আসরে মোট ছয়টি দল অংশ নেয়। পাকিস্তানের দুটি এবং বাংলাদেশের চারটি। স্বাগতিক দলগুলোকে দর্শক হয়েই ফাইনাল ম্যাচ দেখতে হয়েছে।</span></span></span></span></p>