<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের আসন্ন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে যথারীতি আছেন সুমাইয়া আক্তার। টুর্নামেন্টটি শুরু হবে ১৮ জানুয়ারি থেকে। বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্য শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ দল : সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোছা. ইভা, ফাহমিদা ছয়া, হাবিবা ইসলাম পিংকি, জুরাইয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্ট্যান্ডবাই : আশরাফি ইয়াসমিন আর্থি, আরভিন তানি ও মাহারুন নেসা।</span></span></span></span></p>