ক্রীড়া প্রতিবেদক : গত অক্টোবরে নেপালে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন কোচ পিটার বাটলার ও কয়েকজন খেলোয়াড়ের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে চলে আসে। সেটার রেস ছিল আরো কিছুদিন। এরপর জানা গিয়েছিল, ব্রিটিশ এই কোচকে চান না মেয়েদের একাংশ। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি মেয়েদের চাওয়াকে গুরুত্ব দেয়নি।
আরো দুই বছর বাটলার

গতকাল বাফুফে ভবনে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘সাফজয়ী কোচের সঙ্গে আমরা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেছি। এরই মধ্যে চুক্তি হয়ে গেছে। ইংল্যান্ড থেকেই তিনি সহকারী কোচদের অনুশীলন সেশনের পরিকল্পনা পাঠিয়ে দিয়েছেন।
সম্পর্কিত খবর

টিভিতে

ফুটবল
চ্যাম্পিয়নস লিগ
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
সরাসরি, রাত ১টা, টেন ২
পিএসজি-অ্যাস্টন ভিলা
সরাসরি, রাত ১টা, টেন ১
টেনিস
মন্তে কার্লো মাস্টার্স
সরাসরি, বিকেল ৩টা, সনি টেন ৫
।
টি স্পোর্টস

ক্রিকেট
ডিপিএল, শাইনপুকুর-গুলশান ক্রিকেট ক্লাব
সরাসরি, সকাল ৯টা
আইপিএল, গুজরাট-রাজস্থান সরাসরি, রাত ৮টা
।
পাকিস্তানকেও হারিয়েছেন নিগাররা

ক্রীড়া প্রতিবেদক : স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। গতকাল পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেও রানের দেখা পেয়েছেন ফারজানা হক, নিগার সুলতানারা। ব্যাটারদের কল্যাণে অনানুষ্ঠানিক দুই ম্যাচে জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করবেন মেয়েরা। তবু আগামীকাল মূল পর্বে নামার আগে ব্যাটিং নিয়ে যত চিন্তা বাংলাদেশ অধিনায়কের।
গতকাল আইসিসির এক বিবৃতিতে নিগার বলেছেন, ‘আমরা জানি, পাকিস্তানে ব্যাটিং সহায়ক উইকেট থাকবে। এখানে যদি আমরা দল হিসেবে ভালো করতে পারি বিশেষ করে ব্যাটিং বিভাগ রান করতে পারে, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। আমি বিশ্বাস করি, আমাদের বোলাররা ভালো করবে।’
অনেক দিন ধরে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন বাংলাদেশের ব্যাটাররা।
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্য তাড়ায় নামা স্বাগতিকদের ১০৯ রানে গুটিয়ে দেন রাবেয়া খান, মারুফা আক্তাররা। এতে ১৬৭ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। এর আগে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারান নিগাররা।

রেসে থাকল রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক : ময়মনসিংহে শুরুতে পিছিয়ে পড়েও এলিমিনেটর ম্যাচে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৫ এপ্রিল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে তারা।
ব্রাদার্সের বিপক্ষে জেতার মতোই খেলেছে রহমতগঞ্জ। শুরু থেকে একের পর এক সুযোগ তৈরি করেছে।