ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ১২ এপ্রিল ২০২৫
২৯ চৈত্র ১৪৩১, ১২ শাওয়াল ১৪৪৬

ফুটবলারের খোঁজে তারুণ্যের উৎসব

শেয়ার
ফুটবলারের খোঁজে তারুণ্যের উৎসব

ক্রীড়া প্রতিবেদক : ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এই উৎসবে শামিল হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এ মাসের শুরুতে সিলেটে চা শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীদের নিয়ে ফুটবল ফেস্টিভাল আয়োজন করেছিল বাফুফে। হয়েছে বিচ ফুটবলও।

২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউসিবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ। এই উৎসবে অংশ নিচ্ছে বিকেএসপিসহ ৬৪ জেলা ফুটবল দল। খেলা হবে ১১টি ভেন্যুতে।

গতকাল বাফুফে ভবন প্রাঙ্গণে বয়সভিত্তিক এই লিগের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়েছে।

সিলেট অঞ্চল দিয়ে শুরু হচ্ছে মাঠের লড়াই। ধাপে ধাপে প্রতিটি বিভাগে খেলা হবে। আঞ্চলিক পর্যায়ে প্রতিটি জেলা তিনটি করে ম্যাচ খেলতে পারবে। আঞ্চলিক পর্যায় শেষে মূল পর্ব হবে নোয়াখালীতে।
স্বাগতিক জেলাসহ মোট ১২টি জেলা সুযোগ পাবে মূল পর্বে। প্রায় ছয় মাসের এই লিগ থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের লক্ষ্য বাফুফের। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম বলেছেন, খেলোয়াড় খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। আশা করছি এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বের হবে। যাচাই-বাছাই করে আমরা ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে বাফুফের বয়সভিত্তিক দলগুলোতে এবং বাফুফে এলিট একাডেমিতে ওদের সুযোগ করে দেব।
ওদের যদি পরিচর্চা করতে পারি তাহলে ভবিষ্যতে জাতীয় দলের পাইপলাইন শক্ত হবে। জেলাগুলোতে এরই মধ্যে ট্রায়াল সম্পন্ন হয়েছে। ট্রায়ালে আশা-জাগানিয়া সাড়া মিলেছে বলেই জানিয়েছেন মঞ্জুরুল করিম।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

লা লিগা, লেগানেস-বার্সেলোনা

সরাসরি, রাত ১টা, জিও সিনেমা

বুন্দেসলিগা, বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ড

সরাসরি, রাত ১০-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

টি স্পোর্টস টিভি ও ইউটিউব

ক্রিকেট

ডিপিএল, আবাহনী-মোহামেডান

সরাসরি, সকাল ৯টা

আইপিএল, লখনউ-গুজরাট

সরাসরি, বিকেল ৪টা

হায়দরাবাদ-পাঞ্জাব

সরাসরি, রাত ৮টা

পিএসএল, পেশোয়ার-কোয়েটা

সরাসরি, বিকেল ৩টা, টি স্পোর্টস অ্যাপ

করাচি-মুলতান

সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস অ্যাপ

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুই সমর্থকের মৃত্যু

শেয়ার
দুই সমর্থকের মৃত্যু

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে সংঘর্ষে জড়িয়ে দুই সমর্থক প্রাণ হারিয়েছে। ঘটনা ঘটে গত পরশু ফোর্তালেজা-কোলো কোলো ম্যাচে। ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চড়াও হলে দুজন প্রাণ হারায়। এএফপি

মন্তব্য

লিভারপুলেই থাকছেন সালাহ

শেয়ার
লিভারপুলেই থাকছেন সালাহ

অন্য কোথাও যাচ্ছেন না মোহাম্মেদ সালাহ, অ্যানফিল্ডে আরো দুই বছর থাকছেন মিসরীয় এই ফরোয়ার্ড। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন সালাহ। ২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে ৩৯৪ ম্যাচে ক্লাবের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪৩ গোল করেছেন তিনি।

এএফপি

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ