কোলের সন্তান নিয়ে ক্রীড়াক্ষেত্রে সফল বা লড়াই চালিয়ে যাওয়া মায়েদের সংখ্যা কম নয়। তবে ইতি খাতুনের ক্যারিয়ারজুড়ে লড়াইয়ের গল্পটা একটু ভিন্ন। একবার বিয়ের আসর থেকে পালিয়ে আর্চারি ক্যাম্পে যোগ দিয়ে দক্ষিণ এশীয় গেমসের এক আসরে তিন সোনা জিতেছেন তিনি। পরে বিয়ে করেছিলেন।
নতুন সূচনার পথে ইতি
ক্রীড়া প্রতিবেদক

নাসরিন আক্তার মিশনে চলে গেলে দিয়া সিদ্দিকী একাই টানছিলেন মেয়েদের রিকার্ভ ইভেন্ট। সেই দিয়াও স্বামী রোমান সানাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালে দলটাকে নিয়ে একেবারে নতুন করে গড়ার চ্যালেঞ্জের মুখে পড়েন মার্টিন ফ্রেডরিখ। সেখানে ইতি তাঁকে বড় স্বস্তি এনে দিয়েছেন, ‘ইতি আবার ফিরেছে, এটা আমাদের জন্য খুব ভালো খবর।
বিয়ের আসর থেকে উঠে গিয়ে দক্ষিণ এশীয় গেমসে সেরা হওয়া ইতি হাল ছাড়েননি। ছেলের বয়স এখন দুই বছর। সন্তানকে নিজের মায়ের কাছে রেখে ইতি ফিরেছেন, জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। দেশ ছাড়ার আগে গতকাল তাঁর কণ্ঠে ভালো করার প্রত্যয়ও ঝরে পড়েছে, ‘এত কষ্ট করছি ভালো কিছু করার জন্যই তো। আর্চারি ক্যাম্পে সবাই আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। কোচ ভীষণ উৎসাহ দিচ্ছেন। আমার পারফরম্যান্সও এখন উন্নতির দিকে। থাইল্যান্ডে সেরাটাই দেওয়ার চেষ্টা করব।’
২০১৯ এসএ গেমসে একক, দলগত ও মিশ্র দলগততে তিনটি সোনা জেতেন ইতি। মিশ্রতে জুটি গড়েছিলেন রোমান সানার সঙ্গে। ওই আসরে রোমানও জেতেন তিন সোনা। সেই রোমান নেই, মেয়েদের দলের সঙ্গীরাও আর নেই। ব্যাংককে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের স্টেজ ওয়ানে ইতির সঙ্গী সীমা আক্তার ও সোনালী রায়। সোনালী আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়। ছেলেদের দলটাও তারুণ্যনির্ভর, সাগর ইসলামের সঙ্গে মিশাদ প্রধান ও রাকিব মিয়া। গত র্যাংকিং টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোর করা রাকিবও মূল জাতীয় দলে প্রথমবার। সেই আসরে সোনা জেতা তামিমুলকে এবার দলে না নেওয়ায় অবশ্য বিতর্ক হয়েছে।
সম্পর্কিত খবর

হেরে পিছিয়ে গেল রিয়াল

লিগ শিরোপা লড়াইয়ে আবার পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলোত্তির দল। একই রাতে বেতিসকে যদি বার্সেলোনা হারাতে পারে তাহলে শীর্ষ দুইয়ের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ছয়ে। ৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৩।
ঘরের মাঠে খেলার ১৩ মিনিটে হতাশ করেন ভিনিসিয়ুস জুনিয়র। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। দুই মিনিট পরই রিয়াল সমর্থকদের আরেকবার হতাশায় ডুবতে হয়েছে। কর্নারে উড়ে আসা বলে হেডে বল জালে পাঠিয়ে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন মোক্তার ডিয়াখাবি।
এদিকে টানা দুই জয়ের পর আবার হোঁচট খেয়েছে আর্সেনাল। এভারটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে গানাররা। ১-১ গোলে ড্রয়ের ফলে শিরোপা রেস থেকে অনেকটা পিছিয়ে পড়ল মিকেল আরতেতার দল। ৬ ম্যাচ বাকি থাকতেই ফ্রেঞ্চ লিগে শিরোপা উৎসব করেছে পিএসজি। অঁজিকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন লুই এনরিকের দল।

টিভিতে

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুলহাম-লিভারপুল
সরাসরি, সন্ধ্যা ৭টা
ম্যান. ইউনাইটেড-ম্যানসিটি
রাত ৯টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট ১
বুন্দেসলিগা
সেন্ট পাওলি-মনশেনগ্ল্যাডবাখ
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
ই. বার্লিন-ভলফসবুর্গ
সরাসরি, রাত ৯টা ৩০ মিনিট, সনি টেন ২
।
টি স্পোর্টস

ক্রিকেট
আইপিএল, হায়দরাবাদ-গুজরাট
সরাসরি, রাত ৮টা
ডিপিএল, মোহামেডান-প্রাইম ব্যাংক
সরাসরি, সকাল ৯টা
।
ইশারায় জরিমানা

আঙুল দিয়ে গুলি করার ভঙ্গি করে জরিমানা গুনেছেন ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) তারকা খেলোয়াড় জা মোরান্ট। এনবিএর দল মেম্ফিস গ্রিজলিসের এই খেলোয়াড়কে ৭৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। বাস্কেটবল ম্যাচে দুবার আঙুল উঁচিয়ে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করার কারণে শাস্তির মুখে পড়েছেন মোরান্ট। বিবিসি
।