ক্রীড়া প্রতিবেদক : তিনবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং নাম প্রত্যাহার করে নিয়েছে গত বছর। গত পাঁচ আসরের চারটাতেই শিরোপা জেতা বাংলাদেশ পুলিশও এবার নিজেদের সরিয়ে নিয়েছে প্রিমিয়ার দাবা থেকে। ফেডারেশন এরই মধ্যে আগামী ২৪ এপ্রিল থেকে লিগ শুরুর ঘোষণা দিয়েছে। কিন্তু একের পর এক দল সরে যাওয়ায় দাবাড়ুরা পড়েছেন বিপাকে।
সরে যাচ্ছে দল, সংকটে দাবা লিগ

পুলিশের হয়ে চারটি শিরোপাই জেতা আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জানেন না এবার কোথায় খেলবেন, ‘খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। রেটিংয়ের দিক দিয়ে আমি এখন দেশের এক নম্বর খেলোয়াড়। আমিই যদি দল না পাই, সেটা কেমন কথা বলুন! সাইফে দুই বছর খেলেছি, তারা সরে গেল।
প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছাড়াও পুলিশ বেশ কয়েকজন জুনিয়র দাবাড়ুকেও আর্থিক পৃষ্ঠপোষণা দিত। দাবা কোচ আবু সুফিয়ান জানিয়েছেন, সেগুলোও এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে তারা। বিমান দাবায় দীর্ঘদিন ধরে। মাঝখানে বেশ কয়েক বছর বিরতির পর তারা আবার ফিরেছিল। কিন্তু এবারের দল নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না ম্যানেজার শাকিল মিরাজ, ‘বিমানের দল করা নিয়ে এখনো ইতিবাচক সাড়া পাইনি ম্যানেজমেন্টের কাছ থেকে। এখন তো আমাদের জিএমরাও সেভাবে নেই। রাজীব বিদেশে, জিয়া চলে গেলেন, রিফাত, রাকিবও একরকম খেলার বাইরে। এক শুধু নিয়াজ ভাই। ফলে দল গড়ায়ও সেই আকর্ষণটা কমে গেছে।’
নিয়াজ মোরশেদকে মোহামেডান লিগে ফেরানোর চেষ্টা করছিল। জানা গেছে, সেই চেষ্টাও সফল হয়নি।
সম্পর্কিত খবর

টিভিতে

৩০.৩.২৫ (রবিবার)
ফুটবল
লা লিগা, বার্সেলোনা-জিরোনা
সরাসরি, রাত ৮-১৫ মিনিট, জিও সিনেমা
অ্যাথলেতিক বিলবাও-ওসাসুনা
সরাসরি, রাত ১০-৩০ মিনিট, জিও সিনেমা
রিয়াল বেতিস-সেভিয়া
সরাসরি, রাত ১টা, জিও সিনেমা
বুন্দেসলিগা, বরুশিয়া ডর্টমুন্ড-মেইঞ্জ
সরাসরি, রাত ৯-৩০ মিনিট, টেন ১
এফএ কাপ, বোর্নমাউথ-ম্যানচেস্টার সিটি
সরাসরি, রাত ৯-৩০ মিনিট, টেন ২
৩১.৩.২৫ (সোমবার)
ফুটবল
লা লিগা, সেল্তা ভিগো-লাস পালমাস
সরাসরি, রাত ১টা, জিও সিনেমা
১.৪.২৫ (মঙ্গলবার)
ফুটবল
ইপিএল, আর্সেনাল-ফুলহাম
সরাসরি, রাত ১২-৪৫ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট ১/২
নটিংহাম ফরেস্ট-ম্যানচেস্টার ইউনাইটেড
সরাসরি, রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১/২
২.৪.২৫ (বুধবার)
ফুটবল
ইপিএল, ম্যানচেস্টার সিটি-লিস্টার সিটি
সরাসরি, রাত ১২-৪৫ মিনিট
স্টার স্পোর্টস সিলেক্ট ১/২
লিভারপুল-এভারটন
সরাসরি, রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১/২
ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে
সরাসরি, ভোর ৪টা, টেন ১
।
টি স্পোর্টস

৩০.৩.২৫ (রবিবার)
ক্রিকেট
আইপিএল, দিল্লি-হায়দরাবাদ
সরাসরি, বিকেল ৪টা
রাজস্থান-চেন্নাই
সরাসরি, রাত ৮টা
৩১.৩.২৫ (সোমবার)
ক্রিকেট
আইপিএল, মুম্বাই-কলকাতা
সরাসরি, রাত ৮টা
১.৪.২৫ (মঙ্গলবার)
ক্রিকেট
আইপিএল, লখনউ-পাঞ্জাব
সরাসরি, রাত ৮টা
২.৪.২৫ (বুধবার)
ক্রিকেট
আইপিএল, বেঙ্গালুরু-গুজরাট
সরাসরি, রাত ৮টা
।
বিশেষ
অবিশ্বাসের ক্রীড়াঙ্গন
সাইদুজ্জামান

কেউ কাউকে কনফিডেন্সে নিচ্ছেন না। রাজনৈতিক পটপরিবর্তনের পর সংস্কারের হুংকার দিয়ে ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করে। এই কমিটির প্রত্যেক সদস্য দেশের ক্রীড়া কর্তৃপক্ষের আস্থাভাজন। তেমনটাই হওয়ার কথা।
পেশাগত কারণে সার্চ কমিটির সবার সঙ্গে কমবেশি পরিচয় আছে। কমিটি গঠনের পর তাঁদের মধ্যে যথারীতি ক্রীড়া কল্যাণে ভূমিকা রাখতে পারার রোমাঞ্চ। কিন্তু মাস না গড়াতেই সেই কমিটির একাধিক সদস্য দেখি ফুঁসছেন! কী ব্যাপার? ব্যাপার কিছু না, পুরনো রোগ।
বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ আর গোপন নেই।
এটা নজিরবিহীন। অবশ্য অনুমেয়ই ছিল। একটি ফেডারেশনে একজন বিতর্কিত ব্যক্তিকে সাধারণ সম্পাদক মনোনয়ন নিয়ে প্রথম মনোমালিন্যের শুরু মন্ত্রণালয় ও সার্চ কমিটির। এরপর কমিটি জমা পড়ে, কিন্তু ঘোষণা হয় না। আবার ঘোষিত কমিটিতে কিছু কাটাছেঁড়া থাকে। সব মিলিয়ে অনেক দিন ধরেই ফুঁসছিল সার্চ কমিটি, যার বিস্ফোরণ ঘটেছে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে ওলটপালট ঘটিয়ে। এই প্রথম একটা ‘রাউন্ড’ জিতল সার্চ কমিটি। কমিটির তালিকায় রাজীব উদ্দীন আহমেদ ছিলেন না। কিন্তু সরকারিভাবে ঘোষিত অন্তর্বর্তী কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক পদে দেখে ক্ষোভ প্রকাশ করে সার্চ কমিটি। কয়েক ঘণ্টার ব্যবধানে সার্চ কমিটির দাবি মেনে রাজীবকে অব্যাহতি দিয়ে নতুন একজনকে আর্চারির সাধারণ সম্পাদক ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এতে কী সমস্যার সমাধান হয়ে গেল? মনে হয় না। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সার্চ কমিটির বিরোধ এখন প্রকাশ্য। মতবিরোধ আর বিরোধ দুটো ভিন্ন জিনিস। মতবিরোধ আলোচনায় চুকিয়ে ফেলা যায়। কিন্তু ক্রীড়া পরিষদ ও সার্চ কমিটির মধ্যে অবিশ্বাসের যে মেঘ জমেছে, তা সরবার নয়। থেমে থেমে কখনো বৃষ্টি কিংবা ঝড়ও হতে পারে।
তো নতুন ক্রীড়া ব্যবস্থায় আমরা কী পেলাম? এই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ বলবে। তবে অন্তর্বর্তী কমিটি গঠন নিয়ে অযথা কালক্ষেপণ এবং প্রকাশ্য দ্বন্দ্বকে ‘শুভ সূচনা’ বলা যাবে না। এর মধ্যে আবার শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের কমিটি ঝুলে আছে। এই ফেডারেশনের অন্তর্বর্তী কমিটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে বাজারে। আর্চারির পর শ্যুটিংয়ের কমিটি নিয়েও হুলুস্থুল হবে না তো ক্রীড়াঙ্গনে?
তবে আশা করব, যেন সে রকম কিছু না হয়। তবে হতে পারে। কারণ দীর্ঘদিনের চর্চায় সব কিছুর আগে নিজেকে জুড়ে দেওয়ার একটা প্রবণতা গড়ে উঠেছে। দেশের সমৃদ্ধি স্রেফ একজনের কারণে—রাজনীতির এমন সস্তা প্রচারণা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনে। ফেডারেশন কিংবা জেলা ও বিভাগীয় সংস্থার নির্বাহী কমিটিতে নাম থাকলেই পরিচিতি, সেই সুবাদে ব্যবসা-বাণিজ্যে বাড়তি সুবিধা মেলে। আবার কিছু পেলে দিতেও তো হবে। প্রত্যাশীরা সোৎসাহে দেন। কী দেন, কাকে দেন—সেসব উহ্য থাক।
ক্রীড়াঙ্গনের সংস্কার প্রক্রিয়ায় দারুণ কিছু প্রস্তাবনা রয়েছে। যেমন—বটবৃক্ষ হয়ে গেঁড়ে বসা যাবে না ফেডারেশনে। একইভাবে নিয়মিত খেলা আয়োজন না করলে বাদ পড়তে হবে। ঠিক আছে। যদিও অদ্ভুত এক যুক্তিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া কমিটিতে সাংবাদিক কোটা রাখা হয়েছে। কমিটিতে ক্রীড়া সাংবাদিক থাকলে নজরদারি ভালো হবে। যদিও একজন ক্রীড়া সাংবাদিকের কাজই ক্রীড়াঙ্গনের সত্যিকারের ছবি তুলে ধরা। বরং সেই তিনি যদি কোনো ক্রীড়া কমিটিতে যুক্ত থাকেন, তা স্পষ্টতই ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’। আর নীতিনির্ধারকরা কিভাবে নিশ্চিত হলেন যে কমিটির ‘ওয়াচডগ’ হতে পারেন শুধুই একজন ক্রীড়া সাংবাদিক?
যাই হোক, আর্চারি ফেডারেশন দিয়েই শেষ করি। এই ফেডারেশনের যাত্রার ঘোষণা শুনে ক্রীড়াঙ্গনে বলাবলি হচ্ছিল, অনুদান মেরে খাওয়ার জন্য আরেক ‘দোকান’ খোলা হয়েছে! পরে রাজীব উদ্দীন আহমেদ সিটি গ্রুপকে যুক্ত করেন এর পৃষ্ঠপোষকতায়। বাকিটুকু ইতিহাস—রোমান সানা সরাসরি অলিম্পিকে। এসব বিবেচনায় হয়তো টিকে গিয়েছিলেন তিনি। আবার সার্চ কমিটির ক্ষোভের পর রাজীবকে বাদ দেওয়া হয়েছে। তো কে জিতল? অবিশ্বাস, তাই না?

শেফিল্ড শিল্ড

২৯ বছর পর শেফিল্ড শিল্ডের শিরোপা জিতেছে সাউথ অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে রান তাড়ায় রেকর্ড গড়ে তারা হারিয়েছে কুইন্সল্যান্ডকে। অ্যাডিলেডের ক্যারেন বোল্টন ওভালের ফাইনালে ২৭০ রানের জয়ের লক্ষ্যে ২৮ রানে তিন উইকেট হারানোর পর অ্যালেক্স কেরির ১০৫ এবং জেসন সাঙ্গার ১২৬* রানের সেঞ্চুরি ৪ উইকেটের জয় এনে দেয় সাউথ অস্ট্রেলিয়াকে। এপি
।