পিএসএলে খেলতে গেলেন রিশাদ

শেয়ার
পিএসএলে খেলতে গেলেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক : পিএসএলে খেলতে গতকাল সন্ধ্যায় পাকিস্তানে গেছেন রিশাদ হোসেন। ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে লাহোর কালান্দার্সে খেলবেন বাংলাদেশের এই লেগ স্পিনার। প্রথমবারের মতো বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গেলেন রিশাদ।

এর আগে গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সুযোগ পেলেও বিসিবির ছাড়পত্র না মেলায় খেলা হয়নি রিশাদের।

রিশাদ ছাড়াও এবারের পিএসএলে খেলবেন লিটন দাস ও নাহিদ রানা। লিটন করাচি কিংস এবং নাহিদ খেলবেন পেশোয়ার জালমিতে। রিশাদের মতো পুরো টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পেয়েছেন লিটন। তবে পেসার নাহিদকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে।
তাই জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট শেষে পাকিস্তানে যাবেন তিনি। এর মধ্যে এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে পেশোয়ার জালমির সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

১৪.৪.২৫  (সোমবার)

ফুটবল

লা লিগা

অ্যাতলেতিকো মাদ্রিদ-রিয়াল ভায়াদোলিদ

সরাসরি, রাত ১টা, জিও সিনেমা

১৫.৪.২৫  (মঙ্গলবার)

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ

বরুশিয়া ডর্টমুন্ড-বার্সেলোনা

সরাসরি, রাত ১টা, টেন ২

অ্যাস্টন ভিলা-পিএসজি

সরাসরি, রাত ১টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

১৪.৪.২৫ (সোমবার)

টি স্পোর্টস টিভি ও অ্যাপ

ক্রিকেট

আইপিএল

লখনউ-চেন্নাই

সরাসরি, রাত ৮টা

পিএসএল

ইসলামাবাদ-পেশোয়ার

সরাসরি, রাত ৯টা

১৫.৪.২৫  (মঙ্গলবার)

ক্রিকেট

আইপিএল

পাঞ্জাব-কলকাতা

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

মেয়েদের অবিশ্বাস্য জয়

শেয়ার
মেয়েদের অবিশ্বাস্য জয়
রিতু মনি : ৬১ বলে ৬৭*

ক্রীড়া প্রতিবেদক : নিগার সুলতানার আউটের হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশের মেয়েদের। তবে তখনো উইকেটে থাকা তাঁর সঙ্গী রিতু মনি কি ভিন্ন কিছুর ভাবনায় ছিলেন? এই মুহূর্তে সেটা না জানা গেলেও বাংলাদেশকে নতুন এক ইতিহাসের সাক্ষী করেছেন রিতু।

প্রায় হারের মুখ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই উইকেটের স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। পুরো কৃতিত্বটা রিতুর।

পঞ্চম ব্যাটার হিসেবে নিগার যখন আউট হয়ে ফিরে যাচ্ছেন, ম্যাচ জিততে বাংলাদেশের তখনো দরকার ১৪২ রান। বল বাকি ১৪৮টি। স্বীকৃত ব্যাটার বলতে শুধু রিতু। এখান থেকে তাঁর ক্যারিয়ারসেরা ৬৭ রানের অপরাজিত ইনিংসে আইরিশদের দেওয়া ২৩৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে বাংলাদেশ।
ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের বিপক্ষে, ২০১৯ সালে।

গতকালের মতো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই পাকিস্তানের ২১১ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এদিন ওপরের সারির ব্যাটারদের দ্রুত বিদায়ের পর রিতুকে সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া খান ও নাহিদা আক্তার।

রিতুর প্রথম প্রতিরোধ ফাহিমাকে নিয়ে। ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেন ৪৫ রান। ফাহিমা ২৮ রান করে আউট হলে এই জুটি ভাঙে। এরপর জান্নাতুলের সঙ্গে সপ্তম উইকেট জুটি থেকে যোগ হয় আরো ৪০ রান। জান্নাতুল ফেরেন ১৯ রান করে।
অষ্টম উইকেট জুটিতে উইকেট ধরে রাখতে মনোযোগী থাকা রাবেয়া আউট হন ৫ রান করে। আর নাহিদার সঙ্গে রিতুর ম্যাচজয়ী অবিচ্ছিন্ন জুটি থেকে বাংলাদেশ পায় ৫৪ রান। নাহিদা অপরাজিত ছিলেন ১৮ রানে। বাংলাদেশের জয়ের শেষটা রচিত হয় রিতুর ব্যাটে। কেরা মারের ফ্রি হিট বলে ছক্কা মেরে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে বাংলাদেশের অবস্থান আরেকটু মজবুত করেছেন রিতু।

রিতুর ইনিংসের আগে ৫১ রান করেন নিগার। এর আগে লরা ডেলানি (৬৩) ও ওরলা প্রেন্ডারগাস্টের (৪১) দুটি ইনিংসে লড়াকু সংগ্রহ পায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত অবশ্য রিতুর বীরত্বের কাছে তা হার মেনেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফিফটির সেঞ্চুরি কোহলির

শেয়ার
ফিফটির সেঞ্চুরি কোহলির

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০০টি ফিফটি করেছেন বিরাট কোহলি। গতকাল আইপিএলে রাজস্থান রয়ালসের বিপক্ষে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই রেকর্ড ছুঁয়েছেন ভারতীয় এই কিংবদন্তি। এই ফরম্যাটে ১০৮ ফিফটি নিয়ে কোহলির ঠিক ওপরে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। ক্রিকইনফো

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ