<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে বিভিন্ন অপরাধে বগুড়ার সোনাতলা উপজেলায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চারজন ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><b><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া : </span></span></b><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সোনাতলা উপজেলার রসিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে চারজন আটক হয়েছেন। তাঁদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ি গ্রামের সজিব সরকার (২১) ও খোকন রহমান (১৯)। থানায় সোপর্দ করা দুজন অপ্রাপ্তবয়স্ক।</span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><b><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়া : </span></span></b><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরাইল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপজেলা পরিষদ নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ এবং নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম গতকাল বুধবার দুপুরে এই সাজা প্রদান করেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। </span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, কাটানিসার উচ্চ বিদ্যালয়ে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় পোলিং এজেন্ট শাকিব মিয়াকে (৩৯) আটক করে ১৫ দিন এবং ভোটারদের প্ররোচিত করার দায়ে পোলিং এজেন্ট হৃদয় মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের অন্যায়ভাবে প্ররোচিত করায় রাকিব হোসেন (২৪) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পৃথক ভ্রাম্যমাণ আদালত অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক তামিম মিয়া (২৬) নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। </span></span></span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><b><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গা : </span></span></b><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোটারদের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ভয়ভীতি দেখানোর দায়ে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আবু সিদ্দিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতকাল বুধবার এ সাজা দেন। সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী মুনছুর বাবুর সমর্থক। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ জানান, গতকাল সকালে দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর এলাকায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন ইউপি সদস্য আবু সিদ্দিক। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে আবু সিদ্দিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></span></span></p> <p> </p>