<div> অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অভিযোগে প্রথম স্ত্রীর দায়েরকৃত মামলায় কণ্ঠশিল্পী আরেফিন রুমিকে জামিন দিয়েছেন আদালত।<br /> গত ৩০ এপ্রিল রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা এ মামলাটি দায়ের করেন। ওইদিন একই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন।<br /> আজ রবিবার রুমি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী তার জামিন মঞ্জুর করেন।<br /> মামলায় বলা হয়, রুমি ২০০৮ সালের ৪ এপ্রিল অনন্যার সাথে বিয়ে হয়। তাদের সংসারে আরিয়ান (৪) নামে এক পুত্র সন্তান হয়। ২০১২ সালে ২৪ অক্টোবর রুমি তার অনুমতি ছাড়াই আমেরিকা প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন। কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান। একসময় রুমি অনন্যা ও তার ছেলের ভরন-পোষণ বন্ধ করে দেন।<br /> প্রসঙ্গত, একই স্ত্রীর দায়েরকৃত নির্যাতনের মামলায় রুমি ও তার ভাই এস এম ইয়াসিন রনিসহ ২০১৩ সালের ১২ অক্টোবর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং-এর নিজ বাসা থেকে গ্রেপ্তার হন।<br /> ওইদিন তাদের আদালতে পাঠানো হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরের দিন ৭টি শর্ত পূরণ করার শর্তে আদালতে হলফনামা দিয়ে জামিন পান।<br /> উল্লেখ্য, রুমি নিজে জনপ্রিয় কণ্ঠশিল্পী একাধারে সুরকার ও সংগীত পরিচালক। তার সুর ও সঙ্গীতে এখন পর্যন্ত ২০টিরও বেশি অ্যালবাম বাজারে এসেছে।</div>