<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অষ্টম দফায় লেবানন থেকে আরো ১৯৯ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ৩২ জন এবং রাত ১২টার দিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি চার্টার্ড ফ্লাইটে আরো ১৬৭ জন বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে আট দফায় ৫৩৭ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে লেবাননে বিমান হামলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশির ভাগ বাংলাদেশি প্রবাসী নিরাপদ স্থানে চলে গেলেও এখনো ঝুঁকিপূর্ণ ওই এলাকায় অন্তত ১০ হাজার প্রবাসী বাংলাদেশি রয়ে গেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরো ১৯৯ বাংলাদেশি প্রবাসীকে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ৩২ জন প্রবাসী বাংলাদেশি গতকাল সকাল ৭টা ২০ মিনিটে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখান থেকে তাঁরা এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে গতকাল রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। আর  আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি চার্টার্ড ফ্লাইটে ১৬৭ জন প্রবাসী বাংলাদেশি গতকাল রাত ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রত্যাবাসনকৃত এই বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসিম উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নুসরাত গারজালি। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে গত ২১ অক্টোবর প্রথম দফায় লেবানন থেকে দেশে ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন, ২৮ অক্টোবর মধ্যরাতে ৩০ জন এবং ২৯ অক্টোবর রাতে ৩৬ জন, ১ নভেম্বর রাতে ৫২ জন ও ৩ নভেম্বর রাতে ৭০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সম্পূর্ণ সরকারি ব্যয়ে বাংলাদেশি এই নাগরিকদের ফেরত আনা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে লেবাননে বিমান হামলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশির ভাগ বাংলাদেশি প্রবাসী নিরাপদ স্থানে চলে গেছেন। তবে এখনো ওই এলাকায় প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশি রয়ে গেছেন। যেকোনো সময় সেখানে বিমান হামলা হতে পারে। সেখানকার প্রবাসী বাংলাদেশিরা জানান, লেবাননের লাইলাকি, দ্বাহি, সিরাহ ও আল রিহাব শহরে এখনো প্রায় ১০ হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এসব এলাকায় প্রায়ই ইসরায়েল বিমান হামলা চালায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননপ্রবাসী শেখ মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব স্থানে হামলা হবে না বলে অনেক প্রবাসী কর্তা তাঁদের আশ্বস্ত করেছেন। এ কারণে অনেকে ওই সব এলাকা ছাড়ছেন না। আবার অনেকে অন্য জায়গায় গিয়ে কাজ করা ও থাকা নিয়ে শঙ্কায় পড়ায় স্থান ত্যাগ করছেন না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মামুন গোল্ডেন স্টার ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপদ আশ্রয় দেওয়া ও খাবার সরবরাহ করা হচ্ছে। এ পর্যন্ত দেশে ফেরার জন্য আবেদন করেছেন এক হাজার ৮০০ জন প্রবাসী বাংলাদেশি। কিন্তু লেবাননে বর্তমানে ৭০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। কেউ বলছেন, এই সংখ্যা আরো বেশি।  এর আগে গত ২ নভেম্বর ইসরায়েলি বিমান হামলায় লেবানন প্রবাসী মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় হামলায় তিনি মারা যান। এরপর থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।</span></span></span></span></span></p>