<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোরের শার্শা সীমান্ত থেকে গতকাল বুধবার তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত এলাকার ইছামতী নদীর পার থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ ও বিজিবি সদস্যরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৃত ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার দীঘিরপার গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) এবং একই থানা এলাকার কাগজপুকুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যায় শার্শা উপজেলার অগ্রভুলাট সীমান্তের ইছামতী নদীর কাছ থেকে বিজিবির সহায়তায় আরেকটি মরদেহ উদ্ধার করে শার্শা থানার পুলিশ। তিনি বেনাপোল পোর্ট থানা এলাকার কাগজপুকুর গ্রামের জামিলুর ঢালীর ছেলে সাকিবুর ঢালী (২২)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় লোকজনের ভাষ্য, নিহত সাবু ও জাহাঙ্গীর চোরাচালানের মাধ্যমে ভারত থেকে পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতেন। ধারণা করা হচ্ছে, আগের দিন রাতে চোরাচালানের পণ্য আনতে গিয়ে তাঁরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হন এবং বিএসএফের নির্যাতনে তাঁদের মৃত্যু হয়। পরে রাতে কোনো এক সময় সুযোগ বুঝে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে তাঁদের মরদেহ ফেলে রেখে যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শার্শা থানার ওসি আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুজনকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় অগ্রভুলাট এলাকায় ইছামতী নদীর পার থেকে আরেকটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। শার্শা থানা পুলিশ বিজিবির উপস্থিতিতে মরদেহটি নদীর তীর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড়ে কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড়ের সীমান্ত থেকে এক বাংলাদেশি কিশোরকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার টোকাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আটক ওয়াসিম (১৭) সদর উপজেলার সেনপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নীলফামারীর ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিকেল সোয়া ৩টার দিকে ৭৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে অনুপ্রবেশের অভিযোগে ওই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যান বিএসএফ সদস্যরা। খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা ওই কিশোরকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আহবান জানান। আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে বিএসএফ।</span></span></span></span></span></p>