<p> প্লেন ওঠানামার সময়ও স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারের সুযোগ পাবেন যাত্রীরা। ইউরোপে চলাচলকারী প্লেনে এ সুবিধা মিলবে। তবে এ সময় স্মার্টফোন, ট্যাবলেট ও ই-বুকে 'ফ্লাইট মুড' চালু রাখতে হবে। খুব শিগগিরই এ সুবিধা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি। এ মাসের শেষ নাগাদ এ বিষয়ে একটি নীতিমালা প্রকাশ করবে তারা। এতে যাত্রীদের ডিভাইস ব্যবহার সম্পর্কিত নির্দেশনা দেওয়া থাকবে।</p> <p> ভবিষ্যতে প্লেনে বসে মোবাইল ফোনে কথা বলাও যাবে বলে জানিয়েছে সংস্থাটি। এত দিন প্লেন ওঠানামার সময় নিষিদ্ধ থাকলেও বাকি সময় গেজেট ব্যবহার করার সুযোগ মিলত।</p> <p> সম্প্রতি ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও প্লেনে ইলেকট্রনিক গেজেট ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণা দেয়। তবে মোবাইল ফোনে কথা বলার অনুমতি দেয়নি তারা।</p> <p> টেক প্রতিদিন ডেস্ক</p> <p> সূত্র : সিএনএন</p> <p>  </p> <p>  </p> <p>  </p>