<p>প্রায়ই স্মার্টফোনে ওয়াই-ফাই কানেকশন করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এর বেশ কিছু কারণ আছে। আছে সমাধানও। সঠিক প্রক্রিয়া জানলে দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব। নিচে কিছু কার্যকরী টিপস রইল—</p> <p><strong>ওয়াইফাই রাউটার রিস্টার্ট করুন</strong><br /> ওয়াইফাই কানেশনে সমস্যা হলে, প্রথমে আপনার ওয়াইফাই রাউটারটি রিস্টার্ট করুন। দীর্ঘ সময় ধরে রাউটার চালু থাকলে মাঝে মাঝে কানেকশন সমস্যা দেখা দেয়। ১০-১৫ সেকেন্ড বন্ধ রেখে আবার চালু করে দেখুন। সমাধান হয়ে যেতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভিডিও গেমের ফাঁদ থেকে রক্ষা করুন আপনার সন্তানকে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731400326-05881a8355fa2539abc03d5ed5e53ead.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভিডিও গেমের ফাঁদ থেকে রক্ষা করুন আপনার সন্তানকে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445736" target="_blank"> </a></div> </div> <p><strong>ফোনের ওয়াইফাই ফাংশন রিফ্রেশ করুন</strong><br /> রাউটার রিস্টার্ট করে যদি সমস্যার সমাধান না হয় তাহলে এই পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন। এ জন্য আপনার স্মার্টফোনে ওয়াইফাই বন্ধ করে আবার চালু করুন। এটি ফোনের নেটওয়ার্ক সংযোগ রিফ্রেশ করে। ফলে রিকানেকশনে সাহায্য করতে পারে।</p> <p><strong>অটোমেটিক IP সেটিংস চেক করুন</strong><br /> কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিভাইসের সঠিক IP সেটিংসে থাকে না। এক্ষেত্রে কানেকশন সমস্যা হতে পারে। এর জন্য ফোনের ‘ওয়াইফাই সেটিংস’-এ গিয়ে ‘অটোমেটিক IP’ অপশনটি নির্বাচন করুন। যদি এটা ঠিকঠাক কাজ না করে, তাহলে ‘ম্যানুয়াল IP সেটিংস’ দিয়ে চেক করে দেখতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তথ্য সুরক্ষায় কোয়ান্টাম প্রযুক্তি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731398890-12ce29ea098c231cb002a131762e8196.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তথ্য সুরক্ষায় কোয়ান্টাম প্রযুক্তি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445725" target="_blank"> </a></div> </div> <p><strong>ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন</strong><br /> ফোনের ‘নেটওয়ার্ক সেটিংস রিসেট’ করলে অনেক ক্ষেত্রে সমস্যা সমাধান হয়। এতে ওয়াইফাই, মোবাইল ডেটা এবং ব্লুটুথ সংক্রান্ত সকল সেটিংস রিসেট হয়। এ পদ্ধতি কানেকশনের যেকোনো ত্রুটি ঠিক করতে পারে।</p> <p><strong>ওয়াইফাই সিগন্যালের শক্তি চেক করুন</strong><br /> অনেক সময় দুর্বল সিগন্যালের কারণে কানেকশনে সমস্যা হয়। রাউটারের কাছাকাছি জায়গায় গিয়ে সংযোগের চেষ্টা করুন। প্রয়োজনে ‘রাউটার রি-পজিশনিং’ করতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মঙ্গলে প্রাচীন সমুদ্র আবিষ্কার করেছে ঝুরং" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731391897-cbc76017f7a8e576da1ded8d0c3ff342.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মঙ্গলে প্রাচীন সমুদ্র আবিষ্কার করেছে ঝুরং</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445702" target="_blank"> </a></div> </div> <p><strong>অ্যাডভান্সড ওয়াইফাই সেটিংস চেক করুন</strong><br /> অনেক সময় অ্যাডভান্সড সেটিংসে কিছু পরিবর্তন করলে সমস্যা সমাধান হয়। যেমন, ‘DNS সার্ভার’ পরিবর্তন করে ‘Google DNS (8.8.8.8 এবং 8.8.4.4)’ ব্যবহার করতে পারেন। </p> <p><strong>সফটওয়্যার আপডেট চেক করুন</strong><br /> কখনো কখেনো সফটওয়্যারের পুরনো ভার্সন কানেকশনের সমস্যা তৈরি। ফোনের ‘সফটওয়্যার আপডেট’ করুন। নতুন আপডেট অনেক বাগ ঠিক করতে সাহায্য করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731324948-f036bfd33fc1543657780bd71461c25b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/11/1445417" target="_blank"> </a></div> </div> <p><strong>ওয়াইফাই পাসওয়ার্ড রিসেট করুন</strong><br /> ওয়াইফাই নেটওয়ার্কে সমস্যা থাকলে সেটার পাসওয়ার্ড ‘ফরগেট নেটওয়ার্ক’ অপশন ব্যবহার করে মুছে ফেলুন। তারপর পুনরায় পাসওয়ার্ড দিয়ে সংযোগ স্থাপন করুন।</p> <p><strong>ফোন রিস্টার্ট করুন</strong><br /> অনেক ক্ষেত্রেই স্মার্টফোন রিস্টার্ট করলে কানেকশন সমস্যা দূর হয়। ফোন রিস্টার্ট করে নেটওয়ার্ক রিকানেকশনের চেষ্টা করুন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বই পড়ে কী লাভ, বিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/10/1731230775-4321837cd2457df44a49b7d9ad1f9978.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বই পড়ে কী লাভ, বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/10/1444958" target="_blank"> </a></div> </div> <p><strong>সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন</strong><br /> ওপরের সব কিছু করার পরও যদি সমস্যা সমাধান না হয়, তাহলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাস্টমার সাপোর্ট  টিমের সাথে যোগাযোগ করুন। </p> <p>ওয়াইফাই কানেকশনের সমস্যা দ্রুত সমাধানে এই টিপসগুলো খুবই কার্যকর। এগুলি অনুসরণ করে আপনার স্মার্টফোনের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে পারেন।</p> <p>সূত্র: পপুলার মেকানিকস<br />  </p>