<p>স্মার্টফোনের স্ক্রিন সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্ক্রিন ফোনের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং স্পর্শকাতর অংশ। স্মার্টফোনের স্ক্রিনকে রক্ষা করতে আপনি কিছু সহজ এবং কার্যকর উপায় অবলম্বন করতে পারেন।</p> <p><strong>স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন</strong><br /> টেম্পারড গ্লাস বা প্লাস্টিক প্রটেক্টর স্ক্রিনের ওপর লাগালে তা দাগ, ধুলা এবং হালকা আঘাত থেকে স্ক্রিনকে রক্ষা সম্ভব। টেম্পারড গ্লাস প্রটেক্টর সাধারণত বেশি সুরক্ষা দেয়। এটি হালকা চাপেও ফেটে গেলেও মূল স্ক্রিন সুরক্ষিত থাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনে আড়িপাতা ঠেকাবেন যেভাবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730792674-6f9b76ff7c49ea9daff2ea76d685b373.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনে আড়িপাতা ঠেকাবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1442991" target="_blank"> </a></div> </div> <p><strong>ভালো মানের ফোন কভার ব্যবহার করুন</strong><br /> মোবাইল ফোনের কভার শুধু ফোনের পেছনটাই নয়, স্ক্রিনকেও প্রোটেক্ট করতে সাহায্য করে। কভার বা কেস যদি স্ক্রিনের সামনের দিকে একটু উঁচু হয়, তাহলে ফোন নিচে পড়লেও স্ক্রিন সরাসরি মাটির সাথে ধাক্কা লাগে না। এতে স্ক্রিনের ভাঙনের ঝুঁকি কমে।</p> <p><strong>স্ক্রিন পরিষ্কার রাখুন</strong><br /> স্ক্রিনে ধুলা বা ময়লা জমলে তা স্ক্রিনে স্ক্র্যাচ ফেলতে পারে। তাই নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে স্ক্রিন নিয়মিত মুছুন। কখনো কড়া রাসায়নিক ব্যবহার করবেন না, কারণ এতে স্ক্রিনের ক্ষতি হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফোনে স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730371662-c18aeb439e0aefc1a2c884752c7ef5bf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফোনে স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441186" target="_blank"> </a></div> </div> <p><strong>অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন</strong><br /> স্মার্টফোনে জোরে চাপ দিলে বা টাইট পকেটে রাখলে স্ক্রিনে চাপ পড়ে। এতে স্ক্রিন সহজেই ফেটে পারে। এছাড়া ফোন কোথাও বসে বা শোয়ার সময় পকেটে রাখলে সতর্ক থাকুন।</p> <p><strong>পানি থেকে দূরে রাখুন</strong><br /> স্ক্রিনে পানি লাগলে তা স্ক্রিনের রং এবং টাচ সেন্সিটিভিটির উপর খারাপ প্রভাব পড়ে। যারা পানির আশেপাশে কাজ করেন, তারা ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৬" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730793444-7aff9eefba7c0b3e244a6a7911438ebb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/05/1442995" target="_blank"> </a></div> </div> <p><strong>অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে রক্ষা করুন</strong><br /> অতিরিক্ত তাপ বা ঠান্ডায় স্ক্রিনের কাচে চাপ পড়ে। তাই ফোন সরাসরি সূর্যের নিচে রাখবেন না বা খুব ঠান্ডা জায়গায় রাখবেন না।</p> <p>এই পদ্ধতিগুলো মেনে চললে আপনার স্মার্টফোনের স্ক্রিন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। স্মার্টফোন ব্যবহার করছেন, তাই এটিকে ভালোভাবে সুরক্ষিত রাখাটাও গুরুত্বপূর্ণ।<br />  </p>