সালাউদ্দিন-এনায়েত এই দ্বৈরথের ভিড়ে হারিয়ে যান তিনি। তবু যাঁরা বাংলাদেশের শুরুর সময়ের ফুটবল অনুসরণ করতেন তাঁরা জানেন গোল করার ক্ষমতায় ক্ষেত্রবিশেষে এঁদের চেয়েও এগিয়ে ছিলেন এ কে এম নওশেরুজ্জামান। দুই পায়ে শট, হেড করা মিলিয়ে স্কোরিংয়ের দিক থেকে সত্যিকারের অলরাউন্ডার তিনি। অলরাউন্ডার তিনি আরেক ক্ষেত্রে, ফুটবলের সঙ্গে ক্রিকেটও খেলেছেন দাপটের সঙ্গে। এই কীর্তিমান ওল্টালেন স্মৃতির ডায়েরি, সঙ্গে থাকলেন নোমান মোহাম্মদ