<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গণমাধ্যম যখনই আমার সঙ্গে যোগাযোগ করে, সাক্ষাৎকার নিতে চায়, আমি সাড়া দিই। কিন্তু যেচে কিছু পেতে চাই না। কাউকে গিয়ে বলব, আমার একটা নিউজ করে দিন, সাক্ষাৎকার করে দিন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এসব পারব না। এ পর্যন্ত আমার যত অর্জন, সবই নিজের চেষ্টা ও যোগ্যতায়। গণমাধ্যমে প্রচারণা না দেখে মাঝেমধ্যে খারাপ লাগে, তবে ভেঙে পড়ি না। কারণ গানের মাধ্যমে আমার প্রচারটা কিন্তু হচ্ছেই। মানুষ আমার গান শুনছে। তবে হ্যাঁ, অন্য অনেকে যেভাবে ফ্রন্টলাইনে থাকে, সে রকম থাকতে পারলে হয়তো আমার গানের গ্রহণযোগ্যতা আরো বেশি হতো।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমি ছোটবেলা থেকে পল্লীগীতির চর্চা করে বড় হয়েছি। পরিবারের পর আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে গান। গানই হলো আমার নিজের সঙ্গে প্রেম। লোকগান নিয়েই সামনে এগোতে চাই।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>