ডলি জহুরের ক্যারিয়ারসেরা দশ
রঙের মেলার নিয়মিত আয়োজন ‘সেরা ৫’-এ শিল্পীরা তাঁদের ক্যারিয়ারের সেরা পাঁচটি কাজের গল্প বলেন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশক ধরে অভিনয় করেছেন ডলি জহুর। তাঁকে ‘সেরা ৫’-এ আটকে রাখা যায়নি। ক্যারিয়ারসেরা নিজের প্রিয় দশটি কাজের গল্প বলেছেন একুশে পদকজয়ী এই অভিনেত্রী। শুনেছেন হৃদয় সাহা
সম্পর্কিত খবর