<p style="text-align:left"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহমুদুল হক ফয়েজ</span></span></strong></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নোয়াখালীর সাংবাদিক ও কবি মাহমুদুল হক ফয়েজ (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মাহমুদুল হকের প্রথম জানাজা সকাল ৯টায় রাজধানীর শ্যামলী এবং দ্বিতীয় জানাজা বাদ আসর নোয়াখালী জেলা শহরের মডেল মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পৈতৃক বাড়ি নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাহমুদুল ফয়েজ বিশিষ্ট কলামিস্ট, লেখক ও কবি ফরহাদ মজহারের ছোট ভাই। নোয়াখালী<strong> প্রতিনিধি</strong></span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>