আজ বিশ্ব টেলিভিশন দিবস
কেন দর্শক হারাল টেলিভিশন
একটা সময় দেশে ছিল একটাই চ্যানেল—বিটিভি। সেখানে যা প্রচারিত হতো তার সবই থাকত দর্শকের মুখস্থ। এখন অনেক চ্যানেল, কিন্তু আগের মতো দর্শক নেই। কোথায় কী প্রচারিত হচ্ছে, তার খোঁজ রাখে না কেউ। কেন এমন হলো? দর্শক ফেরানোর উপায় কী? বলেছেন তিন গুণীজন, শুনেছেন হৃদয় সাহা
সম্পর্কিত খবর