<p><strong>ইমার্জেন্সি</strong></p> <p>পরিচালক—কঙ্গনা রানাওয়াত</p> <p>অভিনয়—কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মহিমা চৌধুরী</p> <p>মুক্তি—১৭ জানুয়ারি</p> <p>এই ছবি নিয়ে নানা বাধা-বিপত্তির মুখে পড়েছেন কঙ্গনা। ভারতের ফিল্ম সার্টিফিকেশন বোর্ড ছবিটিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও নিয়েছে লম্বা সময়। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কার ঘটনা নিয়ে নির্মিত ছবিটিতে ইন্দিরার ভূমিকায় আছেন কঙ্গনা নিজেই।</p> <p> </p> <p><strong>স্কাই ফোর্স</strong></p> <p>পরিচালক—অভিষেক অনিল কাপুর</p> <p>অভিনয়—অক্ষয় কুমার, নিমরত কৌর, সারা আলি</p> <p>মুক্তি—২৪ জানুয়ারি</p> <p>অনেক দিন ধরেই বক্স অফিস খরায় ভুগছেন ‘খিলাড়ি’ কুমার। ভক্তদের প্রত্যাশা, ‘স্কাই ফোর্স’ দিয়ে ফিরবেন দমে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানে একটি বিমান হামলা চালায় ভারত। ৬০ কোটি রুপি বাজেটে সেই ঘটনা পর্দায় আনছেন নির্মাতা।</p> <p> </p> <p><strong>ছাবা</strong></p> <p>পরিচালক—লক্ষ্মণ উটেকর</p> <p>অভিনয়—ভিকি কৌশল, রাশমিকা মানদানা, অক্ষয় খান্না</p> <p>মুক্তি—১৪ ফেব্রুয়ারি</p> <p>মারাঠা সাম্রাজ্যের গল্প। ছত্রপতি সাম্ভাজির ভূমিকায় আছেন ভিকি কৌশল। টিজারেই চমকে দিয়েছেন অভিনেতা। সংগীতে এ আর রহমান। ১৭ শতকের ঐতিহাসিক শহর ঘিরে দীর্ঘ সময় নিয়ে ছবির প্রস্তুতি নিয়েছেন নির্মাতারা।</p> <p> </p> <p><strong>সিকান্দার</strong></p> <p>পরিচালক—এ আর মুরুগাদোস</p> <p>অভিনয়—সালমান খান, রাশমিকা মানদানা, কাজল আগারওয়াল</p> <p>মুক্তি—২৮ মার্চ</p> <p>সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। তাই তিনিও এবার ভরসা রাখলেন দক্ষিণ ভারতীয় নির্মাতার ওপর। যদিও টিজারে তেমন কোনো চমক দেখাতে পারেননি। তবে ভাইজানের ভক্তরা আছে অধীর আগ্রহে। ৪০০ কোটি রুপির ছবি এটি।</p> <p style="text-align:center"> </p> <p style="text-align:center"><img alt="বলিউডের ১০" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/14-01-2025/Rif/16-01-2024-p9-6.jpg" width="1000" /> </p> <p style="text-align:center">এক ফ্রেমে ‘হাউসফুল ৫’-এর ২০ অভিনয়শিল্পী</p> <p><strong>হাউসফুল ৫</strong></p> <p>পরিচালক—তরুণ মানসুখানি</p> <p>অভিনয়—অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, হৃতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ</p> <p>মুক্তি—জুন [তারিখ অঘোষিত]</p> <p>বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। হাস্যরসে ভরপুর ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতেও থাকছেন একঝাঁক তারকা। এবারের গল্প এগিয়েছে একটি ক্রুজশিপ ঘিরে। শুটিং হয়েছে ভারতের মুম্বাই এবং ইউরোপের একাধিক দেশে।</p> <p> </p> <p><strong>লাহোর ১৯৪৭ </strong></p> <p>পরিচালক—রাজকুমার সন্তোষী</p> <p>অভিনয়—সানি দেওল, প্রীতি জিনতা</p> <p>মুক্তি—আগস্ট [তারিখ অঘোষিত]</p> <p>‘গদার ২’ [২০২৩] দিয়ে বিস্ময়কর প্রত্যাবর্তন ঘটেছে সানি দেওলের। ‘লাহোর ১৯৪৭’ নিয়েও দর্শকের আগ্রহ চরমে। সংগীতে আছেন এ আর রহমান। প্রযোজনায় আমির খান। ভারত ভাগ হওয়ার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ছবিটি।</p> <p> </p> <p><strong>ওয়ার ২</strong></p> <p>পরিচালক—অয়ন মুখার্জি</p> <p>অভিনয়—হৃতিক রোশান, জুনিয়র এনটিআর, কিয়ারা</p> <p>মুক্তি—১৫ আগস্ট</p> <p>‘ওয়ার’ [২০১৯]-এর সিক্যুয়াল। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে হৃতিকের মুখোমুখি হবেন তেলুগু তারকা জুনিয়র এনটিআর। প্রায় ২০০ কোটি রুপিতে নির্মিত হচ্ছে ছবিটি।</p> <p> </p> <p><strong>থামা</strong></p> <p>পরিচালক—আদিত্য সারপোদ্দার</p> <p>অভিনয়—আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, রাশমিকা</p> <p>মুক্তি—২০ অক্টোবর</p> <p>কয়েক বছর ধরে ভারতে হরর-কমেডি ছবির কদর ও সাফল্য বেড়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর আসবে ‘থামা’। এটিও ম্যাডক্স ফিল্মসের ছবি, যারা এর আগে ‘স্ত্রী’ ‘মুনজ্যা’র মতো ছবি করেছে।</p> <p> </p> <p><strong>আলফা</strong></p> <p>পরিচালক—শিব রাওয়ালি</p> <p>অভিনয়—আলিয়া ভাট, শর্বরী ওয়াগ</p> <p>মুক্তি—২৫ ডিসেম্বর</p> <p>বছরান্তে পর্দায় হাজির হবেন বলিউডের শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট। গেল বছরে ‘জিগরা’ দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। ধারণা করা হচ্ছে, পর্দায় গুপ্তচর হয়ে এবার মাতাবেন বক্স অফিস। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি এটি। প্রথমবারের মতো কোনো নারী গুপ্তচরকে নিয়ে একক ছবি বানাচ্ছে প্রতিষ্ঠানটি।</p> <p> </p> <p><strong>সিতারে জমিন পার</strong></p> <p>পরিচালক—আর এস প্রসন্ন</p> <p>অভিনয়—আমির খান, জেনেলিয়া দেশমুখ</p> <p>মুক্তি—২৫ ডিসেম্বর [অনুমিত]</p> <p>‘তারে জমিন পার’ [২০০৭] দিয়ে দারুণ প্রশংসা পেয়েছিলেন আমির খান। দেড় যুগ পর আসছেন ছবিটির সিক্যুয়াল নিয়ে। এটি স্প্যানিশ ‘চ্যাম্পিয়নস’ [২০১৮]-এর অফিশিয়াল রিমেক। তারিখ ঘোষণা করা না হলেও শোনা যাচ্ছে এটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।</p> <p> </p> <p> </p> <p> </p>